হোম /খবর /বাঁকুড়া /
৬০,০০০ টাকা বেতন, বাঁকুড়াবাসীর জন্য বিরাট সুযোগ, শীঘ্রই প্রচুর শূন্যপদে নিয়োগ

West Bengal Government Job Vacancy|| ৬০,০০০ টাকা বেতন, বাঁকুড়াবাসীর জন্য বিরাট সুযোগ, শীঘ্রই প্রচুর শূন্যপদে নিয়োগ

চারিদিকে যখন চাকরির আকাল ঠিক সেই সময়ই বাঁকুড়াবাসীর জন্য সুবর্ণ সুযোগ

চারিদিকে যখন চাকরির আকাল ঠিক সেই সময়ই বাঁকুড়াবাসীর জন্য সুবর্ণ সুযোগ

Bankura Government Job vacancy: বাঁকুড়ায় মিলছে ৬০,০০০ টাকার বেতনের সরকারি চাকরি। গেলেই সুবর্ণ সুযোগ, দেরী না করে আজি আবেদন করুন...

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বাঁকুড়া: একদম সময় কম, আবেদন করুন এখুনই। বাঁকুড়ায় মিলছে ৬০,০০০ টাকা বেতনের সরকারি চাকরি। চারিদিকে যখন চাকরির আকাল ঠিক সেই সময়ই বাঁকুড়াবাসীর জন্য সুবর্ণ সুযোগ। বাঁকুড়া জেলায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ।

জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। বাঁকুড়া জেলায় হবে এই নিয়োগ। যে কোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি-সহ বিস্তারিত রইল জেনে নিন...

আরও পড়ুনঃ প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে বাড়ছে গরম, তাপপ্রবাহের সম্ভাবনা কোন কোন জেলায়? জানুন সর্বশেষ পূর্বাভাস

মোট ২৭ বিভাগে ৭৪ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি বিভাগ এবং প্রত্যেকটি বিভাগের জন্যই প্রয়োজন ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা নিচের লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন ঠিক কি কি বিভাগে চলছে কর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা।

আবেদনের লিঙ্কঃ

https://bankura.gov.in/notice/recruitment-notice-from-the-office-of-the-cmoh-bankura/

অফলাইন মাধ্যমে করতে হবে আবেদন। উপরের লিংকে ক্লিক করে অফিসিয়াল আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। প্রিন্ট আউট বার করে আবেদনপত্রে সমস্ত তথ্য পূরণ করতে হবে। এ বারে প্রয়োজনীয় ডকুমেন্টস ও আবেদন ফি জমা করার রশিদ স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

ঠিকানাঃ

The Chief Medical Officer of Health, Bankura, Tamlibandh, Patpur Road, Post+Dist- Bankura – 722101

আবেদন ফিঃ

UR, OBC- ১০০ টাকা

SC, ST- ৫০ টাকা

অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদন ফি জমা করতে হবে।১৭/০৪/২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Bankura, Job Vacancy