হোম /খবর /চাকরি /
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে মেডিক্যাল অফিসার নিয়োগ, আজই আবেদন করুন, জানুন কীভাবে

ITBP Recruitment 2023: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে মেডিক্যাল অফিসার নিয়োগ, আজই আবেদন করুন, জানুন কীভাবে

ITBP Recruitment 2023: আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের তারিখ ধার্য করা হয়েছে ২৪.০৪.২০২৩ থেকে ২৬.০৪.২০২৩ পর্যন্ত।

  • Share this:

সম্প্রতি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্টস মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আইটিবিপি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের তারিখ ধার্য করা হয়েছে ২৪.০৪.২০২৩ থেকে ২৬.০৪.২০২৩ পর্যন্ত। কোন ঠিকানায় উপস্থিত হতে হবে, তা জানার জন্য প্রার্থীদের বিশদ বিবরণ দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

সংস্থাআইটিবিপি
পদের নামস্পেশালিস্টস মেডিকেল অফিসার
শূন্যপদের সংখ্যা১০
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ২৪.০৪.২০২৩ থেকে ২৬.০৪.২০২৩

আবেদনের যোগ্যতা

ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬-র প্রথম এবং দ্বিতীয় শিডিউল বা তৃতীয় শিডিউলের দ্বিতীয় পার্ট অনুসারে নির্ধারিত মেডিকেল কোয়ালিফিকেশন।যাঁদের ক্ষেত্রে তৃতীয় শিডিউলের দ্বিতীয় পার্ট অনুসারে নির্ধারিত মেডিকেল কোয়ালিফিকেশন প্রযোজ্য, তাঁদের একই সঙ্গে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬-র সাব সেকশন (১৩)-এর যোগ্যতাও পূরণ করতে হবে।ষষ্ঠ শিডিউলের সেকশন এ-র অন্তর্গত সেকশন বি অনুসারে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা।অভিজ্ঞতা- পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে পাস করার পরে দেড় বছর, ডিপ্লোমা থাকলে পাস করার পরে আড়াই বছর।

বয়সসীমা

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে।

 

মেয়াদকাল

প্রাথমিক ভাবে ৩ বছর, যা পরে ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে প্রার্থীর বয়স ৭০ বছর পর্যন্তই এই মেয়াদ কার্যকর থাকবে, মেয়াদপূর্তির আগে ৭০ বছর পূর্ণ হলে অবসর নিতে হবে।

আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে ২৪৪ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন!

আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কয়েক হাজার পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন!

বেতন

মাসিক ৮৫০০০ টাকা

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/04/ITBPF-RECRUITMENT-2023.pdf ক্লিক করতে পারেন।

Published by:Sanchari Kar
First published:

Tags: Central govt jobs