সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ের অধীনস্থ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, জয়পুরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জয়পুর আরআরএফ বা আরপিএসএফ-এর কর্মী ব্যতীত সমস্ত নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের কর্মচারীদের থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০৬.০৫.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ২৩৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
জেনারেল ক্যাটাগরি- ১২০টি পদএসসি- ৩৬টি পদএসটি- ১৮টি পদওবিসি- ৬৪টি পদএক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান রেলওয়ে |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট |
শূন্যপদের সংখ্যা | ২৩৮ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬.০৫.২০২৩ |
বেতন
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নির্বাচিত প্রার্থীরা গ্রেড পে ১৯০০ টাকা সহ পে লেভেল ২ অনুসারে বেতন পাবেন।
বয়সসীমা
০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ৪২ বছর। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য বয়সসীমায় শিথিলতা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: DRDO-তে লক্ষ লক্ষ টাকার বেতনের চাকরির সুযোগ! হাতছাড়া করবেন না, আজই আবেদন করুন
আরও পড়ুন: কোল ইন্ডিয়া লিমিটেডের কলকাতা অফিসে দারুণ পদে নিয়োগ, জানুন ও স্বপ্নপূরণ করুন
আবেদনের যোগ্যতা
দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।ফিটার/ ইলেকট্রিশিয়ান/ ইন্সট্রুমেন্ট মেকানিক/ মিলরাইট/ রক্ষণাবেক্ষণ মেকানিক/ মেকানিক (রেডিও ও টিভি)/ ইলেকট্রনিক্স মেকানিক/ মেকানিক (মোটর ভেহিকেল)/ ওয়্যারম্যান/ ট্রাক্টর মেকানিক/ আর্মেচার এবং কয়েল উইন্ডার/ মেকানিক (ডিজেল/ স্টিম ইঞ্জিন ইত্যাদিতে আইটিআই/অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে।আইটিআইয়ের পরিবর্তে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাপ্রাপ্তরাও আবেদনের যোগ্য।
নির্বাচন পদ্ধতি
মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। এর জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা এক বা দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/04/RRCJPR-ALP-Recruitment_2023.pdf ক্লিক করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs