সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটেশনের ভিত্তিতে ম্যানেজার/রাজভাষা (ই৩ লেভেল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইআরসিটিসি ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ICFRE Recruitment 2022: ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! শীঘ্রই আবেদন করুনএক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড পদের নাম: ডেপুটেশনের ভিত্তিতে ম্যানেজার/রাজভাষা (ই৩ লেভেল) |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬.১২.২০২২ |
আইআরসিটিসি ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
আইডিএ স্কেল ৬০০০০–১৮০০০০ বা এর সমতুল্য পে স্কেলে কর্মরত ভারতীয় রেলওয়ের গ্রুপ ‘বি’ গেজেটেড অফিসাররা আবেদনের যোগ্য।রাজভাষা বিভাগে আবেদনকারীদের প্রয়োজনীয় ডিগ্রি সহ কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস – অফিস/এক্সেল/অ্যাক্সেস ইত্যাদিতে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আইআরসিটিসি ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর।
আইআরসিটিসি ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২২: বেতন
লেভেল ৮ বা লেভেল ৯ (৭ম সিপিসি) গ্রুপ বি গেজেটেড (সিডিএ স্কেল) বা পে স্কেল ৬০০০০– ১৮০০০০ (আইডিএ স্কেল) বা এর সমতুল্য বেতন প্রদান করা হবে।
আরও পড়ুন: এইচপিসিএল বায়োফুয়েলস লিমিটেডে চুক্তিভিত্তিক নিয়োগ, জানুন বিশদেআইআরসিটিসি ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২২: মেয়াদকাল
তিন বছরের জন্য বা যতদিন পর্যন্ত আইআরসিটিসি ওপর দায়িত্ব বহাল থাকবে।
আইআরসিটিসি ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২২: কী কী কাজ করতে হবে?
অফিসারদেরকে রাজভাষা বিভাগের সম্পূর্ণ কাজ দেখাশোনা করতে হবে এবং মুখ্য সরকারি ভাষা অফিসারকে কাজের বিষয়ে রিপোর্ট করতে হবে।
আইআরসিটিসি ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রেস্ক্রাইব প্রফর্মায় আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট মেলের মাধ্যমে deputation@irctc.com পাঠাতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Job, IRCTC, Job News