হোম /খবর /চাকরি /
ইন্ডিয়ান আর্মিরতে নিয়োগের বিরাট সুযোগ! বিস্তারিত দেখে নিন

Indian Army Recruitment 2023: ইন্ডিয়ান আর্মিরতে নিয়োগের বিরাট সুযোগ! বিস্তারিত দেখে নিন

ইন্ডিয়ান আর্মি

ইন্ডিয়ান আর্মি

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭.০৫.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

  • Share this:

সম্প্রতি ইন্ডিয়ান আর্মির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ১৩৮তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অবিবাহিত পুরুষ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩:

আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭.০৫.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: এখন থেকে বাংলা-সহ আঞ্চলিক ভাষায় স্টাফ সিলেকশন পরীক্ষা দেওয়া যাবে

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: 
সংস্থা: ইন্ডিয়ান আর্মি
পদের নাম:১৩৮তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স
শূন্যপদের সংখ্যা:৪০
কাজের স্থান:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:১৭.০৫.২০২৩

শূন্যপদের সংখ্যা:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৪০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা:- প্রার্থীদের ভারতের নাগরিক হতে হবে বা নেপালের বংশোদ্ভূত প্রার্থীরা যাঁরা ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপনের অভিপ্রায়ে স্থানান্তরিত হয়েছেন তাঁরা আবেদনের যোগ্য। প্রার্থীদের সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স সম্পন্ন করতে হবে বা কোর্সের অন্তিম বছরে থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বর্ষে রয়েছেন তাঁদের সকল সেমিস্টার বা বছরের মার্কশিট সহ ১ জানুয়ারি,২০২৪ তারিখের মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ দিতে হবে। বিভাগের প্রার্থীদের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শুরু হওয়ার তারিখ থেকে ১২ সপ্তাহের মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সার্টিফিকেট তৈরি করতে হবে।

আরও পড়ুন:  রাজ্য সরকারি চাকরির মহাসুযোগ! প্রায় দেড় লক্ষ টাকা বেতন, এ সুযোগ ছাড়বেন না

বয়সসীমা:- প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন:- লেফটেনেন্ট- ৫৬১০০- ১৭৭৫০০ টাকাক্যাপ্টেন- ৬১৩০০- ১৯৩৯০০ টাকামেজর- ৬৯৪০০- ২০৭২০০ টাকালেফটেনেন্ট কর্নেল- ১২১২০০- ২১২৪০০ টাকাকর্নেল- ১৩০৬০০- ২১৫৯০০ টাকাব্রিগেডিয়ার- ১৩৯৬০০- ২১৭৬০০ টাকামেজর জেনারেল- ১৪৪২০০- ২১৮২০০ টাকালেফটেনেন্ট জেনারেল এইচএজি স্কেল- ১৮২২০০- ২২৪১০০ টাকালেফটেনেন্ট জেনারেল এইচএজি প্লাস স্কেল- ২০৫৪০০- ২২৪৪০০ টাকাভিসিওএএস/ আর্মি ক্যাডার/ লেফটেনেন্ট জেনারেল (এনএফএসজি)- ২২৫০০০ টাকাসিওএএস- ২৫০০০০ টাকা

মিলিটারি সার্ভিস পে:- প্রতিটি বিভাগের জন্য মিলিটারি সার্ভিস পে ভিন্ন ভিন্ন। এমএসপি ছাড়াও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য জেন্টলম্যান ক্যাডাররা প্রতি মাসে ৫৬,১০০ টাকা ভাতা পাবেন।

 নির্বাচন পদ্ধতি:- ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন বা স্ট্রিমের মার্কের কাটঅফ শতাংশের উপর ভিত্তি করে আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

Published by:Sayani Rana
First published:

Tags: Central govt jobs, Indian Army