হোম /খবর /চাকরি /
আয়কর দফতরে কাজের মহাসুযোগ! দেখে নিন বিস্তারিত

Income Tax Recruitment 2023: আয়কর দফতরে কাজের মহাসুযোগ! দেখে নিন বিস্তারিত

আয়কর দফতরে কাজের মহাসুযোগ

আয়কর দফতরে কাজের মহাসুযোগ

সম্প্রতি ভারতীয় আয়কর বিভাগ-এর উত্তরপশ্চিম অঞ্চলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্রীড়াবিদদের কাছ থেকে ইনস্পেক্টকর, ট্যাক্স অ্যাসিট্যান্ট ও মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। প্রার্থীদের আগামী ১৭ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন...
  • Share this:

নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় আয়কর বিভাগ-এর উত্তরপশ্চিম অঞ্চলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্রীড়াবিদদের কাছ থেকে ইনস্পেক্টকর, ট্যাক্স অ্যাসিট্যান্ট ও মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আয়কর দফতর নিয়োগ ২০২৩:

আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে অফলাইন আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- অ্যাক্সিস ব্যাঙ্কে চাকরির বাম্পার সুযোগ! জেনে নিন বিস্তারিত

 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রতিষ্ঠানের তরফে মোট ২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।ইনস্পেক্টর— ৩টিট্যাক্স অ্যাসিস্ট্যান্ট— ৭টিমাল্টিটাস্কিং স্টাফ— ১০টি

বেতন:- ইনস্পেক্টর— ৪৪৯০০-১,৪২,৪০০টাকা (সপ্তম বেতন স্তর)ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট— ২৫,৫০০-৮১,১০০ টাকা (চতুর্থ বেতনস্তর)মাল্টিটাস্কিং স্টাফ— ১৮,০০০-৫৬,৯০০টাকা (প্রথম বেতন স্তর)

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:আয়কর দফতর
পদের নাম:বিশদ দেখুন
শূন্যপদের সংখ্যা:২০
কাজের স্থান:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অফলাইন
আবেদনের শেষ তারিখ:১৭.০৩.২০২৩

যোগ্যতা:- ইনস্পেক্টর পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং প্রতিঘণ্টায় ৮ হাজার কি ডিপ্রেশনের গতি থাকতে হবে ডেটা এন্ট্রির ক্ষেত্রে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে।

আরও পড়ুন- ভোডাফোন আইডিয়া লিমিটেড কলকাতা টেরিটরিতে নিয়োগের বিরাট সুযোগ বিজ্ঞপ্তি জারি হয়েছে! জেনে নিন বিস্তারিত

বয়সসীমা:- আয়কর দফতরের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, যোগ্য প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী-ইনস্পেক্টর পদের জন্য হতে হবে ৩০ বছর।ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য হতে হবে ১৮ থেকে ২৭ বছর।মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য ১৮ থেকে ২৫ বছর হতে হবে।তবে নিয়ম অনুযায়ী তা শিথিলযোগ্য।

ক্রীড়াতালিকা:- অ্যাথলেটিক্সবক্সিংব্যাডমিন্টনক্রিকেটভলিবলহকিকাবাডিসাঁতারভার উত্তোলনকুস্তি

যোগ্যতা:-  যে কোনও ক্রীড়ায় জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব। সিনিয়র/জুনিয়র স্তরে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান পর্যন্ত পদক জয়/স্থানাধিকার আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ফাইনালে ৩য় স্থান পর্যন্ত পদক জয় বা স্থানাধিকার। অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশন দ্বারা পরিচালিত স্কুলগুলির জন্য জাতীয় ক্রীড়ায় রাজ্য স্কুল দলের প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান পর্যন্ত পদক জয় বা স্থানাধিকার।ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভের অধীনে শারীরিক দক্ষতায় জাতীয় পুরষ্কার প্রাপ্ত ক্রীড়াবিদরা এই পদের জন্য আবেদনের যোগ্য।

 নির্বাচন প্রক্রিয়া:- সমস্ত প্রার্থীর খেলাধুলোর কৃতিত্বের উপর ভিত্তি করে র‌্যাঙ্ক নির্ধারিত হবে। দ্বিতীয় পর্বে, লিখিত পরীক্ষা ইংরেজি বা হিন্দিতে হবে, অবজেক্টিভ টাইপ ও মাল্টিপল চয়েস। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে, প্রার্থীদের নির্বাচনের জন্য র‌্যাঙ্ক করা হবে।

 আবেদন পদ্ধতি:-  যোগ্য প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ মুখ বন্ধ খামে ‘Application for Recruitment in Sports Quota for the Post of Inspector/Tax Assistant/Multi-Tasking Staff’ লিখে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পঠাবেন এই ঠিকানায়—Dy. Commissioner of Income Tax (Hq)(Admn), O/o the Principal Chief Commissioner of Income Tax, NWR, Aayakar Bhawan, Sector-17E, Chandigarh-160017 আবেদনপত্র পৌঁছতে হবে ১৭.০৩.২০২৩ বা তার আগে (উত্তর পূর্বাঞ্চলের রাজ্য, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, লাদাখ, জম্মু ও কাশ্মীরে বসবাসকারী প্রার্থীদের জন্য ৩১.০৩.২০২৩)।

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে http://www.incometaxchandigarh.org/upload/Sport%20Quota%20Recruitment-NWR.pdf ক্লিক করতে পারেন।

Published by:Sayani Rana
First published:

Tags: Income Tax