হোম /খবর /চাকরি /
IDBI-এর চাকরির জন্য় বাড়ানো হল আবেদনের সময়সীমা, জেনে নিন বিস্তারিত

IDBI Recruitment 2023: IDBI-এর চাকরির জন্য় বাড়ানো হল আবেদনের সময়সীমা, জেনে নিন বিস্তারিত

IDBI Recruitment 2023: আইডিবিআই ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল।

  • Share this:

আইডিবিআই ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। সম্প্রতি সেই আবেদন করার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে idbibank.in –এ গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনলাইন আবেদন জমা দেওয়া ও ফি প্রদানের প্রক্রিয়া সময়সীমা ০৩ মার্চ, ২০২৩ থেকে বাড়িয়ে ১২ মার্চ ২০২৩ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল ২০২৩ তারিখে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

আইডিবিআই নিয়োগ ২০২৩-এর বিজ্ঞপ্তি অনুসারে মোট ১১৪টি স্পেশ্যালিস্ট অফিসার পদ এবং ৬০০টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ খালি রয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাআইডিবিআই
পদের নামএসও এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদের সংখ্যা১১৪ ও ৬০০
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১২.০৩.২০২৩

আইডিবিআই এসও নিয়োগ ২০২৩: ফি

জেনারেল, ইডব্লিউএস এবং ওবিএস বিভাগের জন্য আবেদন ফি, জিএসটি-সহ ১০০০ টাকা (আবেদনের ফি + ইনটিমেশন চার্জ) ধার্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে এই ফি জিএসটি-সহ ২০০ টাকা (শুধুমাত্র ইনটিমেশন চার্জ) ধার্য হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে অর্থপ্রদান করা যেতে পারে।

আরও পড়ুন: সিবিআই-এ চাকরির দুর্দান্ত সুযোগ! জানুন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য

আরও পড়ুন: খাদ্য দফতরে কাজ করে বাড়িয়ে নিন যোগ্যতা, কীভাবে আবেদন করবেন চাকরির জন্য? জানুন

আবেদন পদ্ধতি

কী ভাবে আবেদন করতে হবে, দেখে নেওয়া যাক একনজরে—

১. IDBI-এর অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এ যেতে হবে।

২. হোম পেজে উপলব্ধ IDBI Recruitment 2023 লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. একটি নতুন পেজ খুলবে যেখানে প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং স্পেশ্যালিস্ট অফিসার উভয়ের পদে আবেদনের জন্য লিঙ্ক পাবেন।

৪. রেজিস্টার করে, নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে।

৫. আবেদনপত্র পূরণ করার পর আবেদন ফি জমা দিতে হবে।

৬. Submit-এ ক্লিক করে কনফার্মেশন পেজ-টি ডাউনলোড করে রাখতে হবে।

৭. ভবিষ্যতের জন্য একটি হার্ড কপি সংরক্ষণ করে রাখা যেতে পারে।

প্রার্থীরা আবেদনের জন্য সরাসরি এই লিঙ্কে https://ibpsonline.ibps.in/idbiscojan23/ ক্লিক করতে পারেন।

Published by:Sanchari Kar
First published:

Tags: Central govt jobs, Job News, Jobs