#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টর জেনারেল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইসিএফআরই রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আইসিএফআরই রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় ‘Accounts Officer, Indian Council of Forestry Research and Education, P.O. New Forest, Dehra Dun’ পাঠাতে হবে।প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন |
পদের নাম | ডিরেক্টর জেনারেল |
শূন্য পদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের তারিখ | ৩১.১২.২০২২ |
আইসিএফআরই রিক্রুটমেন্ট ২০২২: বেতন
নির্বাচিত প্রার্থীরা ৭ম সিপিসির ভিত্তিতে পে ম্যাট্রিক্স লেভেল ১৫ অনুযায়ী বেতন পাবেন।
আইসিএফআরই রিক্রুটমেন্ট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের ফরেস্ট্রি/বটানি/এগ্রিকালচারে বা অন্য কোনও সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।এছাড়াও প্রার্থীদের ন্যূনতম ৩০ বছরের চাকরির অভিজ্ঞতার পাশাপাশি গ্রুপ ‘এ’ সায়েন্টিস্ট হিসেবে ফরেস্ট্রি রিসার্চের সঙ্গে ৫ বছর যুক্ত থাকতে হবে। প্রার্থীদের পাবলিশড হওয়া গবেষণাপত্রের প্রমাণ দেখাতে হবে।ফরেস্ট্রি বা অন্যান্য সম্পর্কিত বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন: SAIL Recruitment 2022: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে মেগা রিক্রুটমেন্ট! বিশদ জানতে পড়ুন
আইসিএফআরই রিক্রুটমেন্ট ২০২২: কী কী কাজ করতে হবে?
সোসাইটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অ্যাফেয়ার্স এবং ফান্ডের তত্ত্বাবধান রাখতে হবে।কাউন্সিলের সমস্ত কর্মচারীদের দায়িত্ব নির্ধারণ।কাউন্সিলের সমস্ত কর্মচারীদের কাজ ও আচরণের উপর তত্ত্বাবধান করা এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা।ফরেস্ট্রি রিসার্চ এবং এডুকেশন নিয়ে ভারত সরকার, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পরামর্শ দেওয়া।
আইসিএফআরই রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমাসর্বোচ্চ ৫৭ বছর।
আইসিএফআরই রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফিপ্রার্থীদের পরীক্ষার ফি হিসেব ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job alert, Job Vacancy