সম্প্রতি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টিম লিড অ্যাওয়ারনেস এবং কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইনার এবং ইভেন্ট ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর ইত্যাদি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।টিম লিড অ্যাওয়ারনেস এবং কমিউনিকেশন- ১টি পদগ্রাফিক ডিজাইনার এবং ইভেন্ট ম্যানেজার- ১টি পদ
গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর- ১টি পদকনটেন্ট রাইটার- ২টি পদসংস্থা | ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন |
পদের নাম | টিম লিড অ্যাওয়ারনেস এবং কমিউনিকেশন, গ্রাফিক, গ্রাফিক ডিজাইনার এবং ইভেন্ট ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর |
শূন্যপদের সংখ্যা | ৬ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
কাজের অভিজ্ঞতা
টিম লিড অ্যাওয়ারনেস এবং কমিউনিকেশন
ইন্ডিয়া সেট আপে কাজের অভিজ্ঞতাক্রিয়েট রাইটার, ব্লগার, সোশ্যাল মিডিয়া টুলস এবং অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতাএমআইএস রিপোর্টিং স্কিল রিপ্রেজেনটেশন এবং ডিজাইনিংসোশ্যাল মিডিয়া প্রেজেন্সে গ্যাপ অ্যানালিসিসসোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট-সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে স্কিল, প্রতিনিয়ত কনটেন্ট রাইটিংইন্ডিয়া স্পেসিফিক প্রোগ্রামে কাজ করার অভিজ্ঞতাসফটওয়্যার প্রজেক্টের ক্ষেত্রে এবং কনটেন্ট বেসিসে ডেভেলপমেন্টগ্রাফিক ডিজাইনার এবং ইভেন্ট ম্যানেজার-ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাস্কেচ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব এক্সডি, ইনভিশন ইত্যাদি সহ স্ট্যান্ডার্ড ডিজিটাল ডিজাইন টুলস স্কিলসিএসএস এবং এইচটিএমএল-এ কাজের অভিজ্ঞতাইবুক/ম্যাগাজিন, ব্রোশিওর, পোস্টার ইত্যাদির জন্য লেআউট এবং গ্রাফিক ডিজাই ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতাক্রিয়েটিভ ডিজাইনিং, ইনফোগ্রাফিক্স, অ্যানালিটিক্যাল থিঙ্কিংগ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর-ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতাস্বাধীনভাবে কাজ করার ক্ষমতাভিডিও, অ্যানিমেশন এবং ডিজাইন সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজনকনটেন্ট রাইটার-ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাআঞ্চলিক ভাষায় কনটেন্ট রাইটিং/ এডিটিংয়ের অভিজ্ঞতারাইটিং এবং এডিটিং স্কিলক্রিয়েটিভ ডিজাইনিং, ইনফোগ্রাফিক্স, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, প্রুফ রিডিং, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং
আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ, চাকরির জন্য আবেদন করুন
আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মিতে চাকরির জন্য আজই আবেদন করুন, বিপুল পদে নিয়োগ! জেনে নিন বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা
টিম লিড অ্যাওয়ারনেস এবং কমিউনিকেশন- পোস্ট-গ্রাজুয়েশন ডিগ্রি/ জার্নালিজমে ডিপ্লোমা/ মাস মিডিয়া/ কমিউনিকেশনে ডিপ্লোমা প্রাপ্ত আগ্রহী প্রার্থীরা আবেদনের যোগ্য।সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট: গ্রাফিক ডিজাইনিং বা এই সম্পর্কিত কোনও স্ট্রিমে স্নাতক বা কোনও নামি প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইনিং বা মাল্টি-মিডিয়ার সার্টিফিকেট কোর্স সহ যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।গ্রাফিক ডিজাইনার এবং ইভেন্ট ম্যানেজার- গ্রাফিক ডিজাইনিং বা এই সম্পর্কিত কোনও স্ট্রিমে স্নাতক বা কোনও নামি প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইনিং বা মাল্টি-মিডিয়ার সার্টিফিকেট কোর্স সহ যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর- ফিল্ম, ভিডিও প্রোডাকশন বা কমিউনিকেশনে ডিপ্লোমা বা ডিগ্রি অথবা কোনও স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ভিডিও ক্রিয়েশন/ এডিটিং/ মাল্টি-মিডিয়ার সার্টিফিকেট কোর্স সহ যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।কনটেন্ট রাইটার- কমিউনিকেশনে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা, মার্কেটিং, ইংরেজি বা হিন্দি ভাষায় জার্নালিজমে দক্ষ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।
জব প্রোফাইল
টিম লিড অ্যাওয়ারনেস এবং কমিউনিকেশন-প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রয়োজন অনুযায়ী প্রেস রিলিজ বা প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট বা পিকিউ-এর জন্য কন্টেন্ট লেখা, প্রজেক্ট সম্পর্কিত ফিচার স্টোরি।প্রজেক্ট বা সেক্টর সম্পর্কিত নিয়মিত মিডিয়া ম্যাপিং প্র্যাকটিস।সোশ্যাল মিডিয়া মনিটরিংসোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট-সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং প্ল্যাটফর্ম তৈরি।বিজনেস আইডেনটিটি এবং ডকুমেন্ট প্রসেস।কনটেন্ট এবং ডকুমেন্ট প্রসেসের জন্য হেল্পডেস্ক টাস্ক।গ্রাফিক ডিজাইনার এবং ইভেন্ট ম্যানেজার-প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী ডিজাইনিং।ইনফোগ্রাফিক্স, স্ট্যাটিক এবং জিআইএফ তৈরি।গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর-সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং সম্পর্কিত অ্যাক্টিভিটির জন্য আকর্ষণীয় ভিডিও আপলোড।কনটেন্ট রাইটার-ইনফোগ্রাফিক্স, ভিডিও এবং নিউজ ফিড ইত্যাদি তৈরি।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/02/Digital-India-Recruitment-2023-1.pdf ক্লিক করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs, Job News, Jobs