সোনামুখী: বাঁকুড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বাঁকুড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার) বাঁকুড়া, পশ্চিমবঙ্গে মিড ডে মিল সুপারভাইজার পদে নিয়োগের জন্য bankura.gov.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা 08-Mar-2023 তারিখে বা তার আগে অফলাইনে আবেদন করতে পারবেন।
পোষ্টের নাম 'মিড ডে মিল সুপারভাইজার'। মাত্র একটি শূন্যপদ রয়েছে এই পোস্টে। এই পদে পরীক্ষা দিতে গেলে প্রার্থীদের যে যে যোগ্যতার প্রয়োজন সেগুলি হল...
১) প্রার্থীকে অবশ্যই বাঁকুড়ার বাসিন্দা হতে হবে।
২) প্রার্থীর বয়স ৬৩ বছরের ঊর্ধ্বে হবে না ০১/০১/২০২৩ তারিখ পর্যন্ত।
আরও পড়ুনঃ আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের মহাসুযোগ! জেনে নিন বিস্তারিত
৩) প্রার্থীদের স্যানিটেশন (জীবাণু নাশ) সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
৪) প্রার্থীদের অবশ্যই অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী হতে হবে এবং ন্যূনতম বেসিক বেতন ৩৯০০ হতে হবে।
৫) কম্পিউটার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
এই পোস্টের বেতন আগের পোষ্টের বেসিক পে অথবা পেনশনের তুলনায় ১০০০০ হবে। খামবন্দি করে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। নাম এবং পোষ্টের নাম অবশ্যই লিখতে হবে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ৮ মার্চ ২০২৩ দুপুর চার'টে পর্যন্ত।
আরও পড়ুনঃ শুরু হয়ে গেল অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন, আবেদন করুন
বাঁকুড়ার সোনামুখী ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসে নির্দিষ্ট তারিখের দুপুর চার'টের আগে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। অন্তিম তারিখ পেরিয়ে গেলে আর কোনওরকমে ই অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। অ্যাপ্লিকেশন ফর্মে যে যে নথি জমা দিতে হবে সেগুলি হল...
১) সেল্ফ অ্যাটেস্টেড ভোটার কার্ড।
২) বিডিওর স্বাক্ষরিত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৩) সেলফি অ্যাটেস্টেড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পেনশনের পত্র।
৪) শেষ বেসিক পে সার্টিফিকেট।
৫) সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। পার্সোনালিটি টেস্ট এবং ভাইরাল মাধ্যমে নির্বাচন করা হবে। পার্সোনালিটি টেস্ট এবং ভাইরাল।
*নির্ধারিত তারিখ : ১০ মার্চ বেলা ১১'টা।
*পরীক্ষার সময়: বেলা ১২'টা থেকে দুপুর ২'টো।
*আরও তথ্য জানতে http://bankura.gov.in ওয়েবসাইটটি ভিসিট করুন।
Nilanjan Bannerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।