সম্প্রতি জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র ইঞ্জিনিয়ার ও সিনিয়র অফিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৭৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল): ১৩টি পদসিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ৫৩টি পদসিনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ২৮টি পদসিনিয়র ইঞ্জিনিয়ার (ইনস্ট্রুমেন্টেশন): ১৪টি পদসিনিয়র ইঞ্জিনিয়ার (টিসি/টিএম): ৩টি পদসিনিয়র ইঞ্জিনিয়ার (মেটার্লাজি): ৫টি পদসিনিয়র অফিসার (ফিনান্স ও অ্যাকাউন্টস): ২৩টি পদসিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি): ২৫টি পদসিনিয়র অফিসার (মার্কেটিং): ২৩টি পদসিনিয়র অফিসার (সি অ্যান্ড পি): ৩২টি পদসিনিয়র অফিসার (হিউম্যান রিসোর্স): ২৪টি পদঅফিসার (সিকিউরিটি): ১৪টি পদসংস্থা | জিএআইএল ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | সিনিয়র ইঞ্জিনিয়ার ও সিনিয়র অফিসার |
শূন্যপদের সংখ্যা | ২৭৭ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০২.০২.২০২৩ |
বয়সসীমা
চিফ ম্যানেজার- বয়স সর্বোচ্চ ৪০ বছরসিনিয়র ইঞ্জিনিয়ার/ সিনিয়র অফিসার- বয়স সর্বোচ্চ ২৮ বছরঅফিসার (সিকিউরিটি)- সর্বোচ্চ ৪৫ বছর বয়স
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ২২৫ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, জানুন বিশদে
আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে ৭১ জন কর্মী নিয়োগ, চাকরির জন্য আজই আবেদন করুন, জানুন বিশদে
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল জিএআইএল ওয়েবসাইটে যেতে হবে- https://gailonline.com/হোমপেজে কেরিয়ার অপশনে যেতে হবেব্যক্তিগত বিবরণ ব্যবহার করে নাম রেজিস্ট্রেশন করতে হবেআবেদন করার জন্য পোস্ট নির্বাচন করতে হবেসমস্ত প্রয়োজনীয় বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করতে হবেঅনলাইনে পেমেন্ট করতে হবেআবেদনপত্র জমা দিতে হবেভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রার্থীদের ফর্মের একটি প্রিন্টআউট সংরক্ষণ করে রাখতে হবে
বেতন
চিফ ম্যানেজার (রিনিউয়েবল এনার্জি) গ্রেড- ই-৫/ ৯০,০০০- ২,৪০,০০০ টাকা।সিনিয়র ইঞ্জিনিয়ার (রিনিউয়েবল এনার্জি) গ্রেড: ই-২/ ৬০,০০০- ১,৮০,০০০ টাকা।সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) গ্রেড: ই-২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) গ্রেড: ই-২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।সিনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক) গ্রেড: ই-২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।সিনিয়র ইঞ্জিনিয়ার (ইনস্ট্রুমেন্টেশন) গ্রেড: ই- ২/ ৬০,০০০ - ১,৮০,০০০ টাকা।সিনিয়র ইঞ্জিনিয়ার (টিসি/টিএম) গ্রেড: ই- ২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।সিনিয়র ইঞ্জিনিয়ার (মেটালার্জি) গ্রেড: ই- ২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।সিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি) গ্রেড: ই- ২/ ৬০,০০০ - ১,৮০,০০০ টাকা।সিনিয়র অফিসার (সি অ্যান্ড পি) গ্রেড: ই-২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকাসিনিয়র অফিসার (মার্কেটিং) গ্রেড: ই-২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকাসিনিয়র অফিসার (এফ অ্যান্ড এ) গ্রেড: গ্রেড: ই-২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকাসিনিয়র অফিসার (এইচআর) গ্রেড: ই-২/ ৬০,০০০ – ১,৮০,০০০ টাকাঅফিসার (সিকিউরিটি) গ্রেড: ই-২/ ৫০,০০০- ১,৬০,০০০ টাকা।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://gailonline.com/careers/currentOpnning/DETAILEDADVTOPENENG29.12.22.pdf ক্লিক করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs, Job News, Jobs