হোম /খবর /চাকরি /
ডিআরডিও-তে কনসালটেন্ট নিয়োগ, জানুন বিশদে

DRDO Recruitment 2023: ডিআরডিও-তে কনসালটেন্ট নিয়োগ, জানুন বিশদে

ডিআরডিও-তে কনসালটেন্ট নিয়োগ, জানুন বিশদে

ডিআরডিও-তে কনসালটেন্ট নিয়োগ, জানুন বিশদে

প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।

  • Share this:

নয়াদিল্লি: সম্প্রতি ডিআরডিও-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালটেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফলাইন ও অনলাইন দুই ভাবেই আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ইয়াং প্রফেশনাল নিয়োগ, জানুন বিশদে

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাডিআরডিও
পদের নামকনসালটেন্ট
শূন্যপদের সংখ্যাবিশদ দেখুন
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন ও অনলাইন
আবেদনের শেষ তারিখবিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে

ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

কেন্দ্রীয়/ রাজ্য সরকার, পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত অফিসাররা যাঁদের রিসার্চ এবং ডেভেলপমেন্টে অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।ডিআরডিও-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতার রয়েছে এমন ব্যক্তিদের নির্বাচন/নিযুক্তির সময় অগ্রাধিকার দেওয়া হবে।যাঁদের মৌখিক এবং লিখিত কমিউনিকেশনে দক্ষতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।

ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

অবসরপ্রাপ্ত কর্মচারীদের সকল শ্রেণীর জন্য সর্বোচ্চ বয়সসীমা হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী ৬৩ বছর।

ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: বেতনপে স্কেল- ৫৯,০০০-১,৬০,০০০ টাকা

ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতিআবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘The Member Secretary, Armament Research Board, DRDO HQ Annexe, 4th Floor Old LASTEC Building, Metcalfe House, Delhi 110054’।প্রার্থীরা আবেদনপত্র ই-মেলের মাধ্যমেও পাঠাতে পারেন armreb.hqr@gov.in।

Published by:Anulekha Kar
First published:

Tags: Job alert, Job Vacancy