নয়াদিল্লি: সম্প্রতি ডিআরডিও-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালটেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ইয়াং প্রফেশনাল নিয়োগ, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ডিআরডিও |
পদের নাম | কনসালটেন্ট |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন ও অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে |
ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
কেন্দ্রীয়/ রাজ্য সরকার, পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত অফিসাররা যাঁদের রিসার্চ এবং ডেভেলপমেন্টে অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।ডিআরডিও-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতার রয়েছে এমন ব্যক্তিদের নির্বাচন/নিযুক্তির সময় অগ্রাধিকার দেওয়া হবে।যাঁদের মৌখিক এবং লিখিত কমিউনিকেশনে দক্ষতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
অবসরপ্রাপ্ত কর্মচারীদের সকল শ্রেণীর জন্য সর্বোচ্চ বয়সসীমা হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী ৬৩ বছর।
ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: বেতনপে স্কেল- ৫৯,০০০-১,৬০,০০০ টাকা
ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতিআবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘The Member Secretary, Armament Research Board, DRDO HQ Annexe, 4th Floor Old LASTEC Building, Metcalfe House, Delhi 110054’।প্রার্থীরা আবেদনপত্র ই-মেলের মাধ্যমেও পাঠাতে পারেন armreb.hqr@gov.in।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job alert, Job Vacancy