সম্প্রতি মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অধীনস্থ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী/পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা গবেষণা সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অসম লাইসেন্স সার্ভিস এড়িয়ায় অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ডিওটি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
আরও পড়ুনঃ আইআরসিটিসি-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! আবেদন সংক্রান্ত বিষয়ে বিশদে জানুন
ডিওটি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।কনসালটেন্ট (এডি লেভেল)- ২টি পদকনসালটেন্ট (জেটিও লেভেল)- ১টি পদকনসালটেন্ট (গ্রুপ 'সি' লেভেল)- ১টি পদ
সংস্থা: | মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অধীনস্থ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট |
পদের নাম: | অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল |
শূন্যপদের সংখ্যা: | ৪ |
কাজের স্থান: | অসম |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৪.০৪.২০২৩ |
ডিওটি রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
৬ মাসের জন্য চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে আরও ৬ মাস পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুনঃ আয়কর বিভাগে চাকরির মহাসুযোগ! শীঘ্রই আবেদন করুনডিওটি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
ডিওটি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে অবসর প্রাপ্তদের জন্যকনসালটেন্ট- এডি লেভেল- ৭ম সিপিসির সাবস্ট্যান্টিভ গ্রেড লেভেল ৮ সহ সিডিএ স্কেল থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।কনসালটেন্ট- জেটিও লেভেল- ৭ম সিপিসির লেভেল ৭ সহ সাবস্ট্যান্টিভ গ্রেডে সিডিএ স্কেল থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।কনসালটেন্ট- গ্রুপ সি লেভেল- ৭ম সিপিসির লেভেল ৪ বা ৫-এর সাবস্ট্যান্টিভ গ্রেড সহ সিডিএ স্কেল থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।পাবলিক সেক্টর আন্ডারটেকিং থেকে অবসর প্রাপ্তদের জন্যকনসালটেন্ট- এডি লেভেল- সিডিএ স্কেল থেকে ৭ম সিপিসি বা সমতুল্য আইডিএ স্কেল বা ৮ গ্রেড থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।কনসালটেন্ট- জেটিও লেভেল- সিডিএ স্কেল থেকে ৭ম সিপিসি বা সমতুল্য আইডিএ স্কেল বা ৭ গ্রেড থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।কনসালটেন্ট- গ্রুপ সি লেভেল- সিডিএ স্কেল থেকে ৭ম সিপিসি বা সমতুল্য আইডিএ স্কেল বা ৪ বা ৫ গ্রেড থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।
ডিওটি রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
নির্বাচনী প্যানেল দ্বারা আবেদনকারীদের নির্বাচন করা হবে।
ডিওটি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
অ্যানেক্সার এ, বি এবং সি অনুযায়ী প্রেস্ক্রাইব করা আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় ‘The Additional Director General Telecom, Assam LSA, The Department of Telecommunications, 9th Floor, BSNL Bhawan, Pan Bazar, Guwahati -781 001’।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/04/DoT-Consultants-Recruitment-2023.pdf ক্লিক করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central government, Job