হোম /খবর /চাকরি /
বিরাট ঘোষণা! এবার টেট পরীক্ষাতেও রিভিউ-এর সুযোগ, আবেদন বিষয়ে জানুন

Primary TET: বিরাট ঘোষণা! এবার টেট পরীক্ষাতেও রিভিউ-এর সুযোগ, আবেদন বিষয়ে জানুন

টেট নিয়ে বড় আপডেট

টেট নিয়ে বড় আপডেট

আগামী ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া।

  • Share this:

কলকাতা: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মতো এবার প্রাথমিকের টেট নিয়েও রিভিউ ও স্ক্রুটিনির সুযোগ। কেউ যদি মনে করেন তাঁর নম্বরে যোগে ভুল হয়েছে বা নম্বর বাড়ানোর সুযোগ রয়েছে তাহলে সেই পরীক্ষার্থী আবেদন করতে পারবেন রিভিউ ও স্ক্রুটিনির জন্য।

আগামী ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ চালু করেছে এক নয়া পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলপ্রকাশ নিয়ে কোনও পরীক্ষার্থীর যাতে কোনও অসন্তোষ না হয় তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পর্ষদ।

সম্প্রতি টেট-এর ফলপ্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । ফলপ্রকাশ করার পাশাপাশি প্রথম দশ জনের নামের মেধাতালিকাও ঘোষণা করা হয়েছিল ওই দিন। যা এযাবৎকালের মধ্যে নজিরবিহীন ঘটনা। করিপ্রার্থী ইন্টারভিউতে অনুপস্থিত ছিলেন। ষষ্ঠ পর্যায়ের ইন্টারভিউ  মিটে গেলে আর মাত্র কয়েকটি জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউই বাকি থাকবে।

Published by:Rachana Majumder
First published:

Tags: Primary TET