সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চিফ ম্যানেজার গ্রেড ৪ এবং সিনিয়র ম্যানেজার গ্রেড ৩ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৫০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। চিফ ম্যানেজার গ্রেড ৪- ৫০টি পদসিনিয়র ম্যানেজার গ্রেড ৩- ২০০টি পদসংস্থা | সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম | চিফ ম্যানেজার গ্রেড ৪ এবং সিনিয়র ম্যানেজার গ্রেড ৩ |
শূন্যপদের সংখ্যা | ২৫০ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১১.০২.২০২৩ |
আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে- https://www.centralbankofindia.co.in/enএরপর “CLICK HERE TO APPLY ONLINE” লেখা লিঙ্কে ক্লিক করতে হবেমূল কিছু তথ্য পূরণ করতে হবেএরপর প্রার্থীদের একটি অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হবেনির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী ছবি এবং সিগনেচার আপলোড করতে হবেঅনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের অনলাইন আবেদনপত্রের বিশদ বিবরণ দেখে নিতে হবেএবারে “SAVE AND NEXT” অপশনে ক্লিক করতে হবেপ্রার্থীদের সাবধানে ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার পরে আর কোনও পরিবর্তন সম্ভব হবে না।আরও পড়ুন: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ২২৫ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, জানুন বিশদে
আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে ৭১ জন কর্মী নিয়োগ, চাকরির জন্য আজই আবেদন করুন, জানুন বিশদে
নির্বাচন পদ্ধতি
অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের উভয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং নির্বাচন করা হবে। পরীক্ষার মোট নম্বর ২০০।অনলাইন পরীক্ষা: প্রার্থীদের মোট ১০০ নম্বরের অনলাইন পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে এবং মোট ১ ঘন্টা সময় দেওয়া হবে। অনলাইন পরীক্ষার জন্য অস্থায়ী তারিখ ঘোষণা করা হয়েছে মার্চ, ২০২৩৷ব্যাঙ্কিংয়ের বিষয় থেকে সর্বোচ্চ ৬০ নম্বরের প্রশ্ন থাকবে।কম্পিউটারের বিষয় থেকে সর্বোচ্চ ২০ নম্বরের প্রশ্ন থাকবে।জেনারেল নলেজ থেকে সর্বোচ্চ ২০ নম্বরের প্রশ্ন থাকবে।অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারে ন্যূনতম যোগ্যতা জেনারেল ক্যাটাগরির জন্য ৫০% এবং এসসি/ এসটি/ ওবিসির জন্য ৪৫%। সাক্ষাৎকারের তারিখ প্রার্থীদের পরে জানানো হবে।আবেদন ফি
২৭ জানুয়ারি, ২০২৩ থেকে ১১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত ফি প্রদান করা যাবে।জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৮৫০ টাকা+জিএসটি আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, এসসি/ এসটি ও মহিলা বিভাগের প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বয়সসীমা
চিফ ম্যানেজার গ্রেড ৪- এই পদের বয়সসীমা ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ৪০ বছর, সিনিয়র ম্যানেজার গ্রেড ৩- এই পদের বয়সসীমা ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ৩৫ বছর।সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতাচিফ ম্যানেজার গ্রেড ৪- পিএসবি/ প্রাইভেট ব্যাঙ্কে অফিসার হিসাবে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।এনবিএফসি-তে ব্রাঞ্জ ম্যানেজার/ ক্রেডিট/ ফরেন এক্সচেঞ্জে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।সিনিয়র ম্যানেজার গ্রেড ৩- পিএসবি/ প্রাইভেট ব্যাঙ্কে অফিসার হিসাবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।এনবিএফসি-তে ব্রাঞ্জ ম্যানেজার/ ক্রেডিট/ ফরেন এক্সচেঞ্জে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs