হোম /খবর /পূর্ব বর্ধমান /
বর্ধমান মেডিক্যাল কলেজে রয়েছে চাকরির সুযোগ, এখনই করুন আবেদন 

East Burdwan News: বর্ধমান মেডিক্যাল কলেজে রয়েছে চাকরির সুযোগ এখনই করুন আবেদন 

কম্পিউটার উইন্ডোজ জ্ঞান থাকা অবেদনকারিদের দেওয়া হবে অগ্রাধিকার 

কম্পিউটার উইন্ডোজ জ্ঞান থাকা অবেদনকারিদের দেওয়া হবে অগ্রাধিকার 

লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং সবশেষে সহ সাক্ষাৎকারের ভিত্তিতে একজনকে বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বর এবং কম্পিউটার পরীক্ষা হবে ৩০ নম্বর। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজে রয়েছে চাকরির সুযোগ। সম্পূর্ণ বিষয় তুলে ধরে সেই মতো বর্ধমান মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ল্যাব টেকনিশয়ান পদের নেওয়া হবে কর্মী। শুধুমাত্র মাইক্রোবায়োলজি বিভাগের জন্য এই পদে নেওয়া হবে কর্মী। কাজটি হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে, যার মেয়াদ থাকবে এক বছর। যাঁরা আবেদন করবেন অর্থাৎ আবেদনকারীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। স্বীকৃত ল্যাবগুলিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যদি কোনও প্রার্থীর কম্পিউটার উইন্ডোজ বেসিক জ্ঞান এবং দক্ষতা থাকে, তা হলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: বিধায়ক ছিলেন, আবার ইতিহাসের শিক্ষক! স্কুলে না এসেও বেতন পাওয়ার দিন শেষ হল জীবনের

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য ছাড়বে এই বিশেষ ট্রেন, জানুন সময়সূচি

লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং সবশেষে  সাক্ষাৎকারের ভিত্তিতে একজনকে বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বর এবং কম্পিউটার পরীক্ষা হবে ৩০ নম্বর।

আবেদনকারীদের জন্য সাধারণ তথ্য ও নির্দেশনা:-

আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত নথিগুলি সংযুক্ত করতে হবে:

1) মার্কশিট এবং সমস্ত পরীক্ষা পাসের সার্টিফিকেট।

2) বয়স প্রমাণের জন্য অ্যাডমিট কার্ড (মধ্যমিক বা সমতুল্য)

3) কম্পিউটার যোগ্যতা সার্টিফিকেট

4) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)

5) আবাসিক প্রমাণ - ভোটার আইডি কার্ড / রেশন কার্ড / আধার কার্ড / পাসপোর্ট

6) আইডি প্রুফ- ভোটার আইডি কার্ড/রেশন কার্ড/আধার কার্ড/পাসপোর্ট

7) দু'টি কপি স্ব-স্বাক্ষর করা রঙিন পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি।

8) প্রার্থীকে অবশ্যই পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে অনাপত্তি শংসাপত্র (NOC) জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ‘নোটিশ’-এ যেতে হবে। নোটিশ এ গেলেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। 4 মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে দেওয়া এই বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Published by:Uddalak B
First published:

Tags: Govt Jobs, Job News