#নয়াদিল্লি: সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গাজিয়াবাদ ইউনিটে, অস্থায়ী ভিত্তিতে ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৪ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৬০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | ভারত ইলেকট্রনিক্স লিমিটেড |
পদের নাম | ইঞ্জিনিয়ার |
শূন্য পদের সংখ্যা | ২৬০ |
কাজের স্থান | গাজিয়াবাদ ইউনিট |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের তারিখ | ১৪.১২.২০২২ |
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
ট্রেইনি ইঞ্জিনিয়ার: ১শূন্য পদের সংখ্যা: ১৮০টিমেকানিক্যাল: ৩৫টি পদইলেকট্রনিক্স: ১১২টি পদকম্পিউটার সায়েন্স: ২৫টি পদসিভিল: ৪টি পদইলেকট্রিক্যাল: ৪টি পদশিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমতুল্য থাকতে হবে (জেনারেল/ ওবিসি/ ইডব্লুএস প্রার্থীদের জন্য ৫৫% নম্বর, এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের শুধুমাত্র উত্তীর্ণ হতে হবে)।অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছরের ফুল টাইম অভিজ্ঞতা।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার: ১শূন্য পদের সংখ্যা: ৮০টিমেকানিক্যাল: ২৬টি পদইলেকট্রনিক্স: ৩৮টি পদকম্পিউটার সায়েন্স: ৫টি পদসিভিল: ৩টি পদইলেকট্রিক্যাল: ৪টি পদশিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমতুল্য থাকতে হবে (জেনারেল/ ওবিসি/ ইডব্লুএস প্রার্থীদের জন্য ৫৫% নম্বর, এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের শুধুমাত্র উত্তীর্ণ হতে হবে)।অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছরের ফুল টাইম অভিজ্ঞতা।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
ট্রেইনি ইঞ্জিনিয়ার ১ - জেনারেল/ ইডব্লুএস - সর্বোচ্চ ২৮ বছরপ্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ - জেনারেল/ ইডব্লুএস - সর্বোচ্চ ৩২ বছর
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফিট্রেইনি ইঞ্জিনিয়ার ১ - ১৫০ টাকা + ১৮% জিএসটিপ্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ - ৪০০ টাকা + ১৮% জিএসটি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job alert