হোম /খবর /চাকরি /
অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে চলছে শিক্ষক নিয়োগ! জানুন বিশদে

Atomic Energy Central Recruitment 2023: অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে চলছে শিক্ষক নিয়োগ! জানুন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি বিষয়

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে।

  • Share this:

    নয়াদিল্লি: অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে চুক্তির ভিত্তিতে শিক্ষক পদে নিয়োগ করা হবে। এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে ইতিমধ্যেই আবেদন চাওয়া হয়েছে।

    অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

    প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

    অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

    প্রতিষ্ঠানের তরফে ৩টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

    আরও পড়ুন: নাবিক হিসেবে চাকরির সুবর্ণ সুযোগ! দেখে নিন যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি

    অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

    অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল স্কুলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির জেরক্স-সহ ‘সিকিউরিটি অফিস, DAE কলোনির প্রবেশদ্বার, ডি-সেক্টর গেট, কমলানগর, ECIL পোস্ট, হায়দ্রাবাদ – ৫০০ ০৬২’ ঠিকানায় ২১ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে। প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে এ ক্লিক করতে পারেন।

    এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

    সংস্থাঅ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল স্কুল
    পদের নামপ্রশিক্ষিত স্নাতক শিক্ষক এবং প্রস্তুতিমূলক শিক্ষক
    শূন্য পদের সংখ্যা
    কাজের স্থানভারত
    নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
    আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
    শিক্ষাগত যোগ্যতাকমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ তিন বছরের স্নাতক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে চাই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি-এড ডিগ্রি।
    বেতনক্রমবিশদ দেখুন
    আবেদন পদ্ধতিবিশদ দেখুন
    আবেদনের শেষ তারিখ২১ ফেব্রুয়ারি, ২০২৩

    অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

    পিআরটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। টিজিটি পদের জন্য বয়সসীমা ৩৫ বছর। এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।

    অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

    পিআরটি-তে নির্বাচিত প্রার্থীরা মাসিক ২১,২৫৯ টাকা বেতন পাবেন। টিজিটি-র নির্বাচিত প্রার্থীদের বেতন মাসিক ২৬,২৫০ টাকা।

    আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ করছে প্রসার ভারতী! চাকরির জন্য আজই জেনে নিন আবেদনের পদ্ধতি

    অ্যাটোমিক এনার্জি সেন্ট্রাল রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

    প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। তাতে সফল হলে বসতে হবে স্কিল টেস্টে।

    First published:

    Tags: Central government job, Job Vacancy