সম্প্রতি যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আইটি এবং নন-আইটি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ওয়াইআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আবেদনের শেষ তারিখ জানতে বিশদ বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: আইসিএমআর-এনআইআরআরসিএইচ-এর অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
ওয়াইআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে https://www.yantraindia.co.in/ লিঙ্কে যেতে হবেএরপর Careers লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবেএরপর Apprenticeship Programme সেকশনে গিয়ে ক্লিক করতে হবেDownload অপশনে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবেএবারে Careers or Recruitment অপশনে ক্লিক করে Apply বাটনে ক্লিক করতে হবেসমস্ত ডকুমেন্ট এবং রেজিউমে আপলোড করতে হবেআবেদনপত্র জমা করতে হবেপ্রার্থীদের নিয়মিত এই পদ সংক্রান্ত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
ওয়াইআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৪৫৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।নন-আইটি ক্যাটাগরি- ১৯৪৪টি পদএক্স-আইটি ক্যাটাগরি- ৩৫১৪টি পদ
আরও পড়ুন: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | যন্ত্র ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | আইটি এবং নন-আইটি ট্রেড অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা | ৫৪৫৮ |
কাজের স্থান | ৫৪৫৮ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
ওয়াইআইএল অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
নন-আইটিআই ক্যাটাগরি- আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর এবং ম্যাথমেটিক্স ও সায়েন্স বিষয়ে ৪০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।আইটিআই ক্যাটাগরি- এনসিভিটি বা এসসিভিটি দ্বারা স্বীকৃত যে কোনও ইনস্টিটিউট বা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং অন্ত্রেপ্রনারশিপ বা মিনিস্ট্রি অফ লেবার এবং এমপ্লয়মেন্ট দ্বারা স্বীকৃত অন্য কোনও সংস্থা থেকে মাধ্যমিক পরীক্ষায় এবং ট্রেড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News