#মুম্বই: ওয়েলকাম অফার, হ্যাপি নিউ ইয়ার অফার ৷ এবার সামার সারপ্রাইজ ৷ ফের সুখবর জিও-গ্রাহকদের জন্য ৷ যারা জিও পরিষেবার ফ্রি পরিষেবা উঠে যাওয়ার খবর পেয়ে মাথায় হাত দিয়েছিলেন, তারা না হয় ফের নড়ে চড়ে বসুন ৷ কারণ, বাড়তে চলেছে জিও ফ্রি পরিষেবার মেয়াদ ৷ যারা এখনও পর্যন্ত জিও সিমকে প্রাইম করে উঠতে পারেননি, তারাও পেতে চলেছেন আরও একটু অবসর ৷ গ্রাহকদের জন্য জিও প্রাইমের মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে রিল্যায়েন্স জিও ৷
লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল দুনিয়ায় বিপ্লব এনেছে রিল্যায়েন্স জিও ৷ একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে এসে গ্রাহকদের কাছে সুপারহিট হয়ে উঠেছে জিও ৷
জিও-র অব্যাহত পরিষেবা পেতে হলে জিও প্রাই মেম্বরশিপের ঘোষণা করেছিলেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ বিনামূল্যে ডেটা ও কলিং পরিষেবা নিয়ে আসে ওয়েলকাম অফার ৷ এরপর হ্যাপি নিউ ইয়ার ৷ যা বৈধ ছিল ৩১ মার্চ পর্যন্ত ৷ প্রাইম মেম্বারশিপ নেওয়ার জন্য শেষ তারিখও ছিল ৩১ মার্চ। কিন্তু গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে আসে সংস্থা ৷ ঘোষণা করা হয় জিও প্রাইম মেম্বারশিপের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।
শুধু তাই নয় ৷ গ্রাহক টানতে আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে রিল্যায়েন্স ৷ সেটা হল ১৫ এপ্রিলের আগে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ অথার্ৎ এরপর তাদের আবার জুলাই মাসে গিয়ে রিচার্জ করতে হবে ৷ এই অফারটির নাম দেওয়া হয় সামার সারপ্রাইজ ৷ এই অফারে তিন মাস আপনি পেয়ে যাবেন বিনামূল্যে হ্যাপি নিউ ইয়ার অফারের সুবিধাগুলি।
এর পাশাপাশি আর কী কী বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা ? দেখে নিন একনজরে....
- ২০১৭ সালের জুন মাস পর্যন্ত প্রত্যেক দিন বিনামূল্যে ১ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা ৷
-তবে ৩০৩ টাকার বদলে ৪৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে ১ জিবি-র বদলে মিলবে ২জিবি ৷
-এছাড়া মিলবে ফ্রি কলিংয়ের সুবিধা ৷
-যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল করা যাবে ৷
-দেশের মধ্যে কোনও রোমিং চার্জ লাগবে না ৷
-মিলবে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল SMS