জলপাইগুড়ি: দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ আগুন একটি লরিতে।ঘটনায় আহত তিন।বুধবার রাতে ধুপগুড়ি থানার অন্তর্গত গিলান্ডি এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর ওপর পথ দুর্ঘটনা ঘটে।দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি লরিতে আগুন ধরে যায়। এদিন রাতে একটি কয়লা বোঝাই লরির সাথে আরেকটি পেঁয়াজ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়।এরপর কয়লা বোঝাই লরিটিতে আগুন ধরে ওঠে।
দুর্ঘটনায় আহত হয় কমপক্ষে তিনজন।আহতদের স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন।প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনা সম্ভব হয় বলে জানা গিয়েছে।পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।কয়লা বোঝাই লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে আগুন ঝলসে যায়।
আরও পড়ুন: ব্যারাকপুরের বাসিন্দা ব্যাঙ্ক কর্মীর দেহ মিলল খড়গ্রামে! মারাত্মক ঘটনা, চমকে যাবেন
স্থানীয় বাসিন্দা মাখন রায় বলেন বিকট শব্দে বাড়ির বাইরে এসে দেখি একটি লরিতে আগুন জ্বলছে।দ্রুততার সাথে গাড়ির থেকে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।পরবর্তীতে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।দুটি লরির সংঘর্ষের জেরেই আগুন লেগে যায় বলে অনুমান।
আরও পড়ুন: বিরাট বদল আবহাওয়ায়! ফিরছে শীত? সঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট! হাওয়া অফিসের পূর্বাভাস
এদিকে এশিয়ান হাইওয়ের উপর দুর্ঘটনা ঘটার ফলে রাস্তার দুধারে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে প্রায় দেড় ঘন্টা পর এশিয়ান হাইওয়ের যানজট মুক্ত হয়।সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri News, West Bengal news