জলপাইগুড়ি: বেঁচে থাকা বড্ড কঠিন। তবুও জীবন যুদ্ধে হেরে যাননি ওঁরা। জীবন রক্ষার তাগিদে শেষ পর্যন্ত গুহায় দিন কাটাচ্ছেন। জানতে ইচ্ছে করছে তাই তো? কারা এই যুগেও গুহায় দিনযাপন করছেন..! না এ কোনও কাল্পনিক গল্প নয়। জীবন যুদ্ধে কোনও রকমে টিকে থাকতে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বাস্তবে গুহায় দিন কাটাচ্ছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের চাপগড়ের এক পরিবার । এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ঝড়ের গতিতে হুহু করে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের নেতারা যখন কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে জেলে। ঠিক সেই সময় বাংলার মানুষ টাকার অভাবে বাস করার জন্য সামান্য ঘরের বন্দোবস্ত করতে পারছেন না। বাধ্য হয়ে গুহায় বসবাস করছেন এক বয়স্কা ব্যক্তি ও তার পরিবার। ময়নাগুড়ি ব্লকেই এমনই হৃদয়স্পর্শী চিত্র ধরা পড়লো। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপগড়ের বাসিন্দা লক্ষ্মী মোহন রায়ের বাড়ি বলতে একটি কুড়েঘর তাও আবার ফুটো, ভাঙাচোরা। বাড়িতে কোনও ইলেকট্রিক নেই, নেই শৌচাগার। বাড়ির কুয়োর অবস্থাও জরাজীর্ণ। কুপির আলো দিয়ে পড়াশুনা এবং দিনযাপন পরিবারের লোকজনের। একটিমাত্র ছোট্ট ঘরেই কোনও রকমে দিন কাটাচ্ছেন পরিবারের ৫ সদস্য। এক ঘরেই রান্না খাওয়া, থাকা সমস্তকিছু। ঘরের বেহাল দশার কারণে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে আদিম মানুষের মতো তৈরি করেছেন গুহা। বর্তমান সময়েও এই করুণ দৃশ্য দেখলে আজও শিউরে ওঠে শরীর।
আরও পড়ুন: হাজার বছরের পুরোনো বিষ্ণু মূর্তি নদীতে পেল ব্যক্তি! বাড়িতে নিয়ে যেতেই ঘটল এই কাণ্ড! জানুন
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, আমগুড়ি চাপগড় এলাকার লক্ষ্মীমোহন রায় জন্ম থেকেই চাপগড়ে বসবাস। মাঝে কোনও কারণে আলিপুরদুয়ার চলে যান তিনি। সেখানেই বিয়ে করে বেশ কয়েক বছর কাটিয়েছেন । ছোট ছেলের জন্মের পরই মৃত্যু হয় লক্ষ্মী মোহনের স্ত্রীর। পরে তিন সন্তান ও শাশুড়িকে নিয়ে নিজের জন্মস্থান আমগুড়ি এলাকায় বর্তমানে রয়েছেন। একজনের রোজগারেই কোনও রকম টিকে আছে সংসারটি।যদিও এই বিষয়টি খোঁজখবর নিতে গিয়ে এদৃশ্য দেখে অবাক হয়েছেন স্থানীয় প্রধান। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়। প্রধান নিজে গিয়ে সেই পরিবারের সঙ্গে দেখা করেন।তিনি বলেন, পরিবাররের কেউই পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেননি। তাও আমরা সরকারি নিয়ম মেনে পরিবারটির পাশে থাকার চেষ্টা করছি।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri News, Viral News, Viral Video