হোম /খবর /জলপাইগুড়ি /
বাতিল গ্রু-ডি তালিকায় নাম! আর তা দেখে ৪৫ বছরের দিলীপ যা করলেন, চমকে যাবেন শুনে

Jalpaiguri News: বাতিল গ্রু-ডি তালিকায় নাম! আর তা দেখে ৪৫ বছরের দিলীপ যা করলেন, চমকে যাবেন শুনে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Jalpaiguri News: দিলীপ বিশ্বাসের জলপাইগুড়ি দোমহনী মরিচবাড়ি এলাকায় বাড়ি।

  • Share this:

জলপাইগুড়ি: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য, চাকরি হারানোর অবসাদে আরও একজনের অস্বভাবিক মৃত্যুর ঘটনা সামনে এল জলপাইগুড়িতে। হলদিবাড়ি দিপ্তানি আপার প্রাইমারি স্কুল গ্রুপ ডি তে কর্মরতের বাতিল লিস্টে নাম। আর সেই ঘটনার পরেই জলপাইগুড়ি মরিচবাড়ি এলাকার বছর ৪৫-এর দিলীপ বিশ্বাসের দেহ মিলল বর্তমান অস্থায়ী ঠিকানা শিলিগুড়ির দেশবন্ধু নগরের ভাড়া বাড়ির ঘর থেকে। চাকরি চলে গিয়েছে দাদার। তাই মানসিক অবসাদে ভুগছিলেন, তার থেকেই অবস্থা হয়ছে বলে দাবি ভাইয়ের।

আরও পড়ুন: 'বাংলায় ৩০০-৪০০ টা মিনি কাশ্মীর রয়েছে', পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর

দিলীপ বিশ্বাসের জলপাইগুড়ি দোমহনী মরিচবাড়ি এলাকায় বাড়ি। শিলিগুড়ি দেশবন্ধু পাড়া এলাকায় ভাড়া থাকতেন দীর্ঘ কয়েক বছর ধরে। স্কুলে চাকরি করতেন, এর পরে বাতিল লিস্টে নাম আসে তাঁর। জলপাইগুড়ির পার্শ্ববর্তী হলদিবাড়ীর দিপ্তানি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন তিনি।

সোমবার মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সোমবার বিকেলে দমহনীর গ্রামের বাড়ীতে মৃত দিলীপ বিশ্বাসের মৃতদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পরে পরিবারের অন্যান্যরা।গ্রাম্য শহর জুড়ে নেমে আসে শোকের ছায়া।

সুরজিৎ দে

Published by:Uddalak B
First published:

Tags: Local news