হোম /খবর /জলপাইগুড়ি /
ছিঃ! স্কুলে আটকে রেখে দু' ঘণ্টা ধরে ছাত্রীর উপর নির্যাতন, তারপরের পরিণতি ভয়ঙ্কর

Jalpaiguri News: ছিঃ! স্কুলে আটকে রেখে দু' ঘণ্টা ধরে ছাত্রীর উপর নির্যাতন, তারপরের পরিণতি ভয়ঙ্কর

ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ছাত্রীর দিদি বারবার স্কুল কর্তৃপক্ষেকে অনুরোধ করতে থাকে অ্যাম্বুল্যান্স ডাকার জন্য। কিন্তু তারা কর্ণপাতও করে না৷ পরে পুলিশ এসে অসুস্থ ছাত্রীকে উদ্ধার করে।

  • Local18
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি:  স্কুলে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন। প্রায় দু ঘণ্টা ধরে লাগাতার নির্যাতনে অসুস্থ ছাত্রী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য  অভিভাবকের আবেদনেের পরেও  উপেক্ষা স্কুল কর্তৃপক্ষের। খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ছাত্রীকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ছাত্রীকে। সেখানেই এখন চিকিৎসাধীন ছাত্রী। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।অভিযোগ, অ্যডমিট কার্ড সংগ্রহ হয়ে গেলে স্কুলের সুমিত ফৌজদার নামে এক লেভেল কো অর্ডিনেটর তাকে একটি ঘরে নিয়ে যেতে চায়। কিন্তু ছাত্রী একা যেতে না চাওয়ায় তার দিদিকে ডাকে। কিন্তু দিদিকে ঘরে নিয়ে যেতে চায়না ওই লেভেল কো অর্ডিনেটর। এরপর তাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এরপর ছাত্রীর ঘাড়ে আঘাত করে অভিযুক্ত।  ছাত্রীর বমি শুরু হয়, অসুস্থ হয়ে পড়ে ছাত্রী।

ছাত্রীর দিদি বারবার স্কুল কর্তৃপক্ষেকে অনুরোধ করতে থাকে অ্যাম্বুল্যান্স ডাকার জন্য। কিন্তু তারা কর্ণপাতও করে না৷ পরে পুলিশ এসে অসুস্থ ছাত্রীকে উদ্ধার করে।

সুরজিৎ দে

Published by:Rachana Majumder
First published:

Tags: Crime