হোম /খবর /জলপাইগুড়ি /
তৃণমূল নেতাকে খুন! গোপন ডেরা থেকে গ্রেফতার অভিযুক্ত

TMC Leader Murder: তৃণমূল নেতাকে খুন! গোপন ডেরা থেকে গ্রেফতার অভিযুক্ত

খুনের অভি‌যোগে ধৃত

খুনের অভি‌যোগে ধৃত

TMC Leader Murder: গত ১৯ ফেব্রুয়ারি খুন হন সাধন মণ্ডল। ঘটনায় ইতিমধ্যেই দু'জন অভিযুক্ত গ্রেফতার।

  • Share this:

জলপাইগুড়ি: খুন করে এসে জলপাইগুড়িতে গা ঢাকা দেয় অভিযুক্ত!জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার গাঙরাই এলাকায়। তৃণমূল নেতা সাধন মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল সরকারকে গ্রেফতার করল পুলিশ।

শনিবার ভোররাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানকার ভুজারি পাড়া থেকে ঘটনায় অভিযুক্ত উজ্বলকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।

গত ১৯ ফেব্রুয়ারি খুন হন সাধন মণ্ডল। ঘটনায় ইতিমধ্যেই দু'জন অভিযুক্ত গ্রেফতার। তাদের জেরা করেই উজ্জ্বল সরকারের নাম জানতে পারে পুলিশ। জানা যায়, ঘটনার পর পালিয়ে জলপাইগুড়িতে গা ঢাকা দেয় মূল অভিযুক্ত।

আরও পড়ুন: ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া... ভারী বৃষ্টি, বজ্রঝড়! আবহাওয়ার বড় সতর্কতা ঘোষণা IMD-র

আরও পড়ুন: গোলাপি শহর 'Pink' হল কেন? হুকুম তামিল হয়েছিল তৎক্ষণাৎ... রাতারাতি আস্ত একটা শহর বদলে গেল রাজ নির্দেশে?

ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডে বিষ্ণুপুর নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, "আমরা জানতে পারি, জলপাইগুড়ির মধ্যে রয়েছে সেই অভিযুক্ত। খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়।"

সুরজিৎ দে

Published by:Sanchari Kar
First published:

Tags: Crime, Crime News