হোম /খবর /জলপাইগুড়ি /
সরস্বতী পুজোয় বেড়াতে গিয়ে শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে ধরনায় বসল প্রেমিকা

Jalpaiguri News: সরস্বতী পুজোর দিন বেড়াতে গিয়ে শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে ধরনায় বসল প্রেমিকা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Jalpaiguri News: অভিযোগ, ঘুরতে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে প্রেমিক।এরপর তাকে ওই যুবক বাড়িতে ডেকে নিয়ে আসলে পরিবাররের লোকেরা যুবতীকে মারধর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ।

  • Share this:

জলপাইগুড়ি: রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের জিতুপাড়া গ্রামের বাসিন্দা যুবকের বাড়ির সামনে ধারণায় বসে এক যুবতী। যুবতীর দাবি, যুবকের সঙ্গে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর। তাঁরা এক সঙ্গে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে। এমনকি সরস্বতী পুজোর দিনেও বিভিন্ন জায়গায় ঘুরেছে দুজনে।

অভিযোগ, ঘুরতে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে প্রেমিক।এরপর তাকে ওই যুবক বাড়িতে ডেকে নিয়ে আসলে পরিবাররের লোকেরা যুবতীকে মারধর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। বর্তমানে সেই প্রেমিককে বিয়ে করার দাবিতে এদিন বাড়ির সামনে ধরনায় বসেছে যুবতী। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমায় গ্রামবাসীরা।

আরও পড়ুন: আয়কর ব্যবস্থা সরল হোক, চেয়েছিলেন প্রধানমন্ত্রী! নতুন কর কাঠামো নিয়ে আশাবাদী নির্মলা

আরও পড়ুন: 'ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর 'নিরাপদ'..., SBI-LIC নিয়ে বড় দাবি নির্মলা সীতারমণের!

যুবতীর দাবি, তাঁদের সম্পর্কের সমস্ত প্রমাণ রয়েছে তার কাছে। এমনকী ওই যুবককে চক্রান্ত করে সরিয়ে দিয়েছে তাঁর পরিবারের লোকজন।যতক্ষণ না পর্যন্ত তাঁকে তাঁর যুবক বিয়ে না করে ততক্ষণ এই ধরনায় বসে থাকবে যুবতী।

প্রেমিক যুবকের পরিবারের তরফে তাঁর জামাই বাবু আনসার আলি জানিয়েছেন, ‘‘আমি শুনেছিলাম তাঁদের সম্পর্ক ছিল এক বছর আগে, কিন্তু বর্তমানে মেয়েটি অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সে সরে গেছে। এর বাইরে কিছু বলতে চায়নি তাঁর পরিবারের কেউ। তবে গ্রামবাসীদের তরফে অনেকেই যুবতীর পাশে দাঁড়িয়েছে। খবর লেখা পর্যন্ত, উভয় পরিবার ও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত সমাধানের বিষয়টি চেষ্টা করা হয়নি।

সুরজিৎ দে

Published by:Uddalak B
First published:

Tags: Local news