জলপাইগুড়ি: রাজ্যে যখন পড়ুয়ার অভাবে হাজার হাজার স্কুল বন্ধ হওয়ার মুখে, সেই সময় এক অভিনব কৌশলে গ্রামীণ স্কুলের প্রতি শিশু মনকে আকৃষ্ট করতে উদ্যোগী হল জলপাইগুড়ির শোভা বাড়িতে অবস্থিত নোনি সাহা কলোনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার স্কুলের মিড ডে মিলের সময় স্কুল লাগোয়া লাল মন্দির এলাকার একটি ক্ষুদ্র চা বাগানে আয়োজন করা হয়েছিল দুপুরের খাওয়াদাওয়া। তার সঙ্গে প্রকৃতির সঙ্গে পরিচয় পর্ব।এই উদ্যোগ প্রসঙ্গে স্কুলের সহ শিক্ষক বিপ্লব ঝাঁ জানান, এমন আয়োজন করার মূল লক্ষ্যই হল শিশুমনের বিকাশের পাশাপাশি স্কুলের প্রতি উৎসাহ সৃষ্টি করা। আনন্দের সঙ্গে প্রকৃতি পাঠের দৃশ্য শিশুদের মধ্যে প্রভাব ফেলবে। ফলে তারাও স্কুলমুখী হতে আগ্রহী হবে।
আরও পড়ুন: বড় ঘোষণা রাজ্যের! দুয়ারে সরকার-এ এবার মিলবে এই নতুন স্কিম! জানুন
আরও পড়ুন: তছনছ হওয়ার আশঙ্কা! ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, জেলায় আগাম সর্তকতা জারি
অপর দিকে সন্তানের সঙ্গে স্কুলের এই আয়োজনে আমন্ত্রিত অভিভাবিকা মুন্নি সরকার জানান, এটি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন শিক্ষকেরা। এতে বাচ্চাদের একঘেয়েমি স্কুল জীবন থেকে ওরা অনেকটাই মুক্ত হতে পারবে।প্রকৃতি পাঠের সঙ্গে নাচ-গান-খেলাধুলা। তারই সঙ্গে মাংস সহযোগে ফ্রায়েড রাইস পেয়ে আপ্লুত খুদে পড়ুয়ার দল। সেই কারণেই এই অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বাচ্চাদের স্কুলে ফেরানোর উদ্যোগ মাত্র। দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে বাচ্চারাও চায় একটু আনন্দ উপভোগ করতে। সেই আনন্দই গ্রামের বাচ্চাদের ফের স্কুলে ফিরিয়ে নিয়ে আসবে এমনটাই আশা স্কুল কর্তৃপক্ষের।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Jalpaiguri News