জলপাইগুড়ি: জলপাইগুড়ির মেয়ে শুভার্থী মাহাতো পাওয়ার লিফটিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। এই সাফল্যের মাধ্যমে তিনি মঙ্গোলিয়ায় আয়োজিত বিশ্ব বেঞ্চ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলেন। ১৫ই জানুয়ারি থেকে ২০ই জানুয়ারি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আয়োজিত জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সুভার্তির ৬৯ কেজি বিভাগে প্রতিযোগী ছিলেন। তিনি আগের তৈরি রেকর্ড ভেঙে দেন। সেখানে ৮০ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়লেন। মেয়ের সাফল্যে তাঁর বাবা এবং মা খুব খুশি।
শুভার্থী জানান, বিশ্ব বেঞ্চ চ্যাম্পিয়নশিপে খেতাব জয় করাই তাঁর লক্ষ্য। তিনি ধন্যবাদ জানান তাঁর পরিবার এবং কোচ তানভীর কোতোয়ালকে। শুভার্থী মতে, এই পাওয়ার লিফটিং ইভেন্টে অনেক টাকা খরচ হয়। যা অনেকটাই তাঁদের সাধ্যের বাইরে। যদিও তাঁর বাবা-মা কোনও খামতি রাখেননি। শুভার্থীর মা বলেন, যদি তাঁর মেয়ের পাশে এসে সরকার বা কোনও বেসরকারি সংস্থা দাঁড়ায়, তা হলে তিনি আন্তর্জাতিক স্তরে আরো ভাল ফল করতে পারবেন।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Jalpaiguri News