জলপাইগুড়ি: বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাস ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত সাত। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ১১:৩০ নাগাদ, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের এশিয়ান হাইওয়ে ৪৮ নং জলঢাকা সেতুর উপর। আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি ঘটে।
এরপর চারজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালে রেফার করা হয় বলে ময়নাগুড়ি হাসপাতালের বি এম ওএইচ জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির সাপ্টিবাড়ি এলাকায় একটি বিয়ে বাড়ির বৌভাতের নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে বাস ও ছোট গাড়ির সংঘর্ষ ঘটে।ছোট গাড়িটি রাণীহাট মোড় থেকে বের হয়ে উল্টো লেন দিয়ে ধূপগুড়ির দিকে আসছিল।
আরও পড়ুন: মাত্র ২৫ বছর বয়সে সাইকেলে ভারত ভ্রমণ তরুণীর
আহতদের মধ্য বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়েই ঘটনার আসে ধূপগুড়ি থানার পুলিশ।গাড়ি দুটি ক্রেনের সাহায্যে সেতু থেকে সরিয়ে যানজট মুক্ত করা হয়।জানা গিয়েছে যারা ছোট গাড়ির ছিল সকলেই ধূপগুড়ি ব্লকের পাটকিদহ এলাকার বাসিন্দা।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Jalpaiguri News