জলপাইগুড়ি: কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলবারের গুলিতে মৃত্যু রাজ্য পুলিশ কর্মী অমিত বিশ্বকর্মার। সোমবার দুপুরে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ির বাড়িতে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে জলপাইগুড়ি শহরের ভানুনগর এলাকায়।
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় থাকতেন পুলিশ কনস্টেবল অমিত বিশ্বকর্মা। পুলিশের গাড়ির চালক পদে কর্মরত ছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানতে পারেন, কর্তব্যরত অবস্থায় শৌচাগারে ঢুকে সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী হয়েছেন অমিত। গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে চোখের সামনে এই ঘটনা দেখেন বলে দাবি। যদিও সর্বদা হাসিখুশি থাকা অমিত আত্মহত্যা করেছেন, এ'কথা কিছুতেই বিশ্বাস করতে পারছে না পরিবার। সোমবার তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় হতভম্ব প্রতিবেশীরাও। অমিতকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ভিড় জমে যায় তাঁর বাড়িতে। অমিতের স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে।পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal