হোম /খবর /জলপাইগুড়ি /
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগী উধাও ! 

Jalpaiguri News: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগী উধাও! 

হাসপাতালে ভর্তি থাকা এক রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে দাবি রোগীর বাড়ির লোকেদের । জলপাইগুড়ি জেলার বানারহাটের নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিক বীরবল গোরকে ১৭ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: হাসপাতালে ভর্তি থাকা এক রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে দাবি রোগীর বাড়ির লোকেদের । জলপাইগুড়ি জেলার বানারহাটের নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিক বীরবল গোরকে ১৭ মার্চ জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের অধীনে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ১৮ মার্চ দুপুর থেকে বীরবল গোড় নিখোঁজ হয়ে যান বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: দু'বছর আগে সেতু ভেসে যায় বন্যার জলে, চরম সমস্যায় দিন কাটছে শতাধিক গ্রামের মানুষের

জলপাইগুড়ি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ডায়েরি করা হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় । এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি ওই রোগীর। তবে এধরনের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা প্রসঙ্গে হাসপাতালের দায়িত্বে থাকা এম এস ভি পি ডাক্তার কল্যাণ খা টেলিফোনে জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে পুলিশকে জানানোর পাশাপাশি বিষয়টি খোঁজ খবর করে দেখা হবে।

রবিবারের রাতে নিখোঁজ রোগীর বাড়ির লোকেরা সুদূর বানারহাট থেকে জলপাইগুড়ি শহর শহরতলির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নিখোঁজের সন্ধানে। যদিও এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। পরিবারের লোকেরা নিখোঁজ ডায়েরিও করেছেন কোতোয়ালি থানায়।

সুরজিৎ দে

Published by:Pooja Basu
First published:

Tags: Jalpaiguri, North bengal news, Patient