জলপাইগুড়ি: ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে এবার চা বাগানেও ঢুকে পড়ল ডিজিটাল সিস্টেম। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে চা শ্রমিকদের কর্মদক্ষতা সঠিকভাবে পরিমাপ করা হবে। তার ভিত্তিতেই দেওয়া হবে মজুরি।
তবে চা বাগানে শ্রমিকদের কর্মদক্ষতা মাপার এই ডিজিটাল পদ্ধতি একেবারে নতুন নয়। এর আগে ২০১৭ সালে এই পদ্ধতিতে চা শ্রমিকদের কর্মদক্ষতা পরিমাপ করা শুরু হয়েছিল জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। তাতে সাফল্যও এসেছিল। তা থেকে অনুপ্রাণিত হয়েই এবার শ্রমিকদের কর্মদক্ষতা পরিমাপ করার পাশাপাশি তাদের ন্যায্য মজুরি প্রদানের বিষয়টিও ডিজিটাল ব্যবস্থার উপর ছেড়ে দিল ডেঙ্গুয়াঝাড় চা বাগান কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চাষাবাদ হবে স্মার্টফোনের হাত ধরে! বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের চমকে দেওয়া আবিষ্কার
কীভাবে কাজ করবে এই পদ্ধতি? জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রত্যেক শ্রমিকের হাজিরার বিষয়টি চিহ্নিত করার পাশাপাশি সারাদিনে একজন শ্রমিক কত পরিমাণ কাঁচা চা পাতা গাছ থেকে তুলেছে তা একেবারে নিখুঁতভাবে বলে দেবে এই প্রযুক্তি। এই প্রসঙ্গে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের কর্মী দীপ্তিমান ধর বলেন, এই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে একদিকে যেমন কাজে আসা শ্রমিককে সহজেই চিহ্নিত করা যাবে তেমনই একজন শ্রমিক যতটুকু কাজ করবে তার সঠিকভাবেই সকলের কাছে রেকর্ড হিসেবে থেকে যাবে। এই প্রসঙ্গে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে বলেন, আমরা ২০১৭ সালেও এই ডিজিটালাইজেশনের ব্যাপারে অন্যদের থেকে এগিয়ে ছিলাম, আজও তাই আছি। তিনি জানান এই নতুন প্রযুক্তির ফলে শ্রমিকদের কাজের হিসেব রাখা অনেক সহজ হয়ে গিয়েছে। পাশাপাশি কোনও শ্রমিক যাতে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন তাও নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri News, Tea Garden