হোম /খবর /জলপাইগুড়ি /
চা বাগানে ফুটফুটে তিনটি লেপার্ডের শাবক! দেখেই কোলে তুলে নিল শিশুরা! তারপর?জানুন

Leopard : চা বাগানে ফুটফুটে তিনটি লেপার্ডের শাবক! দেখেই কোলে তুলে নিল শিশুরা! তারপর? জানুন

চিতা বাঘের শাবক চা বাগানে

চিতা বাঘের শাবক চা বাগানে

Leopard : শাবক তিনটিকে রেখে খাবারের খোঁজে গিয়েছে মা লেপার্ড! তার মাঝেই ঘটে গেল এই কাণ্ড! জানুন

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: চা বাগানের নালার ভেতর চিতাবাঘের শাবক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বন বিভাগ এলেও মানুষের কোলে খেলছে শাবক। শনিবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ১০ নং সেকশনে নালায় ৩ টি চিতাবাঘের শাবক দেখতে পায় কর্মরত শ্রমিকরা।

খবর জানাজানি হতেই বহু মানুষের ভিড় জমে যায় চা বাগানের ওই অংশে। ইতমধ্যে চিতা শাবক গুলোকে কোলে তুলে নিয়ে খেলতে দেখা যায় চা বাগানের শিশুদের।খবর পেয়ে বন বিভাগের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড থেকে বনকর্মীরা এসে শাবক গুলোকে বাগানেই রেখে দেয়। এরই সঙ্গে সাধারণ মানুষ যাতে সেই লেপার্ড শাবকের সামনে না আসে সেই ব্যাপারে অনুরোধ ও করে ।

আরও পড়ুন: আর কাঁচা বাদাম নয়! এবার অভিনয়! বাংলা সিরিয়ালে বড় চরিত্রে ভুবন বাদ্যকর! আরও পড়ুন:

কারণ মনে করা হচ্ছে মা চিতা খাবারের সন্ধানে গেলেও আশেপাশেই রয়েছে। সন্ধ্যা নামলেই ফিরে এসে শাবকদের সেখান থেকে নিয়ে যাবে। তবে এই মুহূর্তে শাবকগুলোকে সেখান থেকে সরালে শাবক গুলো মা হারা হয়ে যাবে। তবে বন বিভাগের কর্মীদের কথামেনে নিলেও চা বাগানের শ্রমিক পরিবারে শিশুদের কে আটকায়, দিব্বি কোলে নিয়ে খেলছে তারা চিতা বাঘের শাবক নিয়ে।

সুরজিৎ দে

Published by:Piya Banerjee
First published:

Tags: Jalpaiguri News, Leopard