হোম /খবর /জলপাইগুড়ি /
নেই পানীয় জল বেহাল রাস্তা! পঞ্চায়েত ভোটের আগে বিক্ষোভ স্থানীয়দের

Jalpaiguri News: নেই পানীয় জল বেহাল রাস্তা! পঞ্চায়েত ভোটের আগে বিক্ষোভ স্থানীয়দের

X
বেহাল [object Object]

রাস্তা সংস্কার ও পরিশ্রুত পানীয় জলের দাবিতে ক্ষোভে ফুঁসছে এই গ্রামের বাসিন্দারা। তাদের বক্তব্য, পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: ভোট আসে ভোট যায় কিন্তু প্রায় কুড়ি বছর ধরে সংস্কার হয়না বেহাল রাস্তার। বহুবার পঞ্চায়েত এবং প্রধানকে জানানোর সত্ত্বেও অবস্থার পরিবর্তন হয়নি। রাস্তার বেহাল দশার চিত্র উঠে এল জলপাইগুড়ির মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়।

এই গ্রাম পঞ্চায়েতের সওদাগর পাড়া থেকে বাবু পাড়া পর্যন্ত দীর্ঘ প্রায় ১৫-২০ কিলোমিটার রাস্তা প্রায় কুড়ি বছর থেকে বেহালদশায় পড়ে রয়েছে। জানা গিয়েছে, বহু বছর আগে এই বেহাল রাস্তা সংস্কারের জন্য ফেলা হয়েছিল পাথর । সেই পাথর দিয়ে রাস্তার সংস্কার হয়নি ,উল্টে রাস্তায় উপর পাথর পড়ে থাকায় যখন তখন ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা।

আরও পড়ুন: সংস্কৃতি আর ইতিহাসের খোঁজে সাইকেলে চেপেই ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিল মেহুল

বেহাল রাস্তাই নয়, এই এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যাও। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় বহুদিন আগে জলের পাইপ বসানো হলেও জল নেই। পরিশ্রুত পানীয় জলের জন্য প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয় তাদের। সবার পক্ষে জল কিনে পান করা অসম্ভব। সরকার যদি পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা না করতে পারে ,তাহলে কিসের জন্য পঞ্চায়েত ভোট!

আরও পড়ুন: লাল চন্দন কাঠ পাচারে যুক্ত সরকারি আধিকারিক যে ভাবে পুলিশের জালে ধরা দিল তা হার মানাবে সিনেমার গল্পকে

পরিশ্রুত পানীয় জলের দাবিতে বহুবার তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু দুটি দাবি একটিও পূরণ হয়নি। রাস্তা সংস্কার ও পরিশ্রুত পানীয় জলের দাবিতে ক্ষোভে ফুঁসছে এই গ্রামের বাসিন্দারা। তাদের বক্তব্য, পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে। এলাকার বাসিন্দা সোমারু রায় বলেন, "এই রাস্তা ২৫ বছর ধরে তৈরি হয়নি। জল বহুদূর থেকে এনে পান করতে হয়। এই দুটো জিনিস চাই আমরা। সরকারের কাছে আবেদন যাতে দ্রুত সব ব্যবস্থা করে দেয়।"  এই বিষয় নিয়ে সেখানকার প্রধানকে প্রশ্ন করলে তিনি বলেন, "সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতি শীঘ্রই এই রাস্তার এবং জলের ব্যবস্থা করা হবে।"

সুরজিৎ দে

Published by:Sayani Rana
First published:

Tags: Jalpaiguri, Jalpaiguri News