জলপাইগুড়ি: কদিন ধরেই ভিন্ন ভিন্ন ভাবে চুলের স্টাইল করে বিদ্যালয়ে আসছিল পড়ুয়ারা। কারও মাথায় ঝাঁকড়া চুল, আবার কারওর দু'দিকে ছাটা। পড়ুয়াদের এমন অভ্যাস দূর করতে বেশ কিছুদিন থেকেই শিক্ষকরা সতর্ক করছিল স্কুলের ছাত্রদের।
কিন্তু, পড়ুয়ারা কেউই কান দিচ্ছিল না বলে দাবি। অবশেষে অবাধ্য ছাত্রদের উপযুক্ত শাস্তি দিতে ও বিদ্যালয়ে শৃঙ্খলার পাঠ করাতে শিক্ষকরাই ছুরি, কাঁচি নিয়ে চুল কেটে দিল ছাত্রদের। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ওদলাবাড়ি হাই স্কুলে।
এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের বহু বার বলা সত্ত্বেও কেউ শুনছিল না। স্কুলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ বহু পুরনো স্কুল এটা। এই স্কুলের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য নষ্ট যাতে না হয় সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া।
আরও পড়ুন, নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টুঁ শব্দ নেই,মতুয়া মন পেতে আবেগই সম্বল বিজেপির
আরও পড়ুন, বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে
তবে এই বিষয় নিয়ে স্কুল পড়ুয়া ও অবিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই স্কুলের এক প্রাক্তন শিক্ষক জানান, স্কুলের শিক্ষকরা এটা করতে পারেন না। পড়ুয়ারা ভুল করলে প্রথমে অভিভাবকদের ডেকে বলা উচিত। নিজেরা এই কাজ করা উচিত হয়নি এমনটাই মনে করছেন তিনি।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।