হোম /খবর /জলপাইগুড়ি /
প্যাথলজি বিভাগে এটা কী ঘুরছে! সিরিঞ্জ আনতে গিয়েই চক্ষু চড়কগাছ স্বাস্থ্য কর্মীর

Jalpaiguri News:প্যাথলজি বিভাগে এটা কী ঘুরছে? সিরিঞ্জ আনতে গিয়েই চক্ষু চড়কগাছ স্বাস্থ্য কর্মীর

প্যাথলজি বিভাগে সাপ

প্যাথলজি বিভাগে সাপ

ফোঁস শব্দ শুনে আঁতকে ওঠেন তিনি। দেখেন সিরিঞ্জের বাক্সের পাশে দিব্যি ঘুরে বেড়াচ্ছে লিকলিকে একটি সাপ

  • Share this:

    জলপাইগুড়ি: সপ্তাহের প্রথম দিন! সকাল থেকেই জলপাইগুড়ি সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষের ভিড় ছিল বেশ ভালই। তারই মধ্যে বিপত্তি। প্যাথলজি বিভাগের স্টোর রুম থেকে সিরিঞ্জ আনতে গিয়ে বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ এক কর্মীর। ফোঁস শব্দ শুনে আঁতকে ওঠেন তিনি। দেখেন সিরিঞ্জের বাক্সের পাশে দিব্যি ঘুরে বেড়াচ্ছে লিকলিকে একটি সাপ। ঘটনাটি কানাকানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষা করাতে আসা রোগী ও আত্মীয় স্বজনদের মধ্যে। নিমেষে ভিড় সরে যায়।

    খবর দেওয়া হয় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। অবশেষে সাপটিকে উদ্ধার করে বাস্তু মতে কাছাকাছি জঙ্গলে ছেড়ে দেন তিনি। হাফ ছেড়ে বাঁচেন স্বাস্থ্যকর্মী থেকে সকলে।খানিকক্ষণ পরিষেবা বন্ধ থাকলেও পরে অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়। আশপাশের জঙ্গল থেকে প্রায় দু ফুট লম্বা এই সাপটি হাসপাতালে ঢুকে পড়ে বলে অনুমান। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, '' এটি একটি র‍্যাট স্নেক। এরা মূলত ইঁদুর খায়। নির্বিষ সাপ। উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।''

    সুরজিৎ দে

    First published:

    Tags: Jalpaiguri