জলপাইগুড়ি: পুরনো গাছ বাঁচিয়ে রাখার বার্তা দিতে সুদূর বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে সাইকেলে চেপে ভারতের পাঁচটি রাজ্যে প্রচার করেছেন মহাম্মদুল হাসান ইফাজ। গত ফেব্রুয়ারি মাসে এই সাইকেল যাত্রা শুরু করেন তিনি। উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলিতে গাছ বাঁচানো সহ ভারত বাংলাদেশের মৈত্রীর বন্ধনকে আরও মজবুত করার বার্তা দিয়ে সম্প্রতি জলপাইগুড়িতে পৌঁছন।
এদিকে এমন একজন পরিবেশ প্রেমী যুবককে নিজেদের জেলায় পেয়ে তাঁর এই কাজকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশের সাইকলজিস্ট মহম্মদ হাসান ইফাজকে সংবর্ধনা দিল গ্রীন জলপাইগুড়ি নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
আরও পড়ুন, আজও ভাসতে চলেছে কলকাতা ও রাজ্যের নানা অংশ, কত দিন চলবে দুর্যোগ, জানুন পূর্বাভাস
আরও পড়ুন, সাতসকালে এ কী কাণ্ড! স্টেশনের টিভিতে অ্যাডাল্ট ফিল্ম! টানা ৩ মিনিট চলল 'নীল ছবি'
এই প্রসঙ্গে গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস জানান, "একশো বছর বেঁচে থাকে, এমন গাছ গুলোকে সংরক্ষণ করা এবং ভারত বাংলাদেশের মৈত্রীর বন্ধনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে প্রচার করতে এতদূর পারি দিয়েছে ওই যুবক। ওঁনার কাজের প্রতি উৎসাহ বাড়াতেই আমরা এই সংবর্ধনা জ্ঞাপন করেছি।"
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri