জলপাইগুড়ি: সোমবার রাতে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। জানা গিয়েছে, সোমবার দুপুরে শহরের ডাঙ্গাপাড়া এলাকায় নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয় জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী মঞ্জিষ্ঠা ভাদুড়ির। এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার থেকে প্রতিবেশী সকলে।
ওই ছাত্রী শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় বিজ্ঞান বিভাগে পড়তেন। এলাকাবাসীরাই জানিয়েছেন, পড়াশুনোয় যেমন মেধাবী ছিলেন ওই ছাত্রী, তেমনই সুন্দর গান গাইতেন। স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন তিনি। আচমকা এমন ঘটনায় স্তম্ভিত সকলে। এদিন তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এনে বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়। মৃত ছাত্রীর বান্ধবীর বাবা রানা বিশ্বাস বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি শুনলাম গিজার বাস্ট করে মারা গেছে। এর বেশি কিছু জানি না। আমার মেয়ের সঙ্গে পড়তেন ওই ছাত্রী। এমন ঘটনায় আমার মেয়ে সহ সমস্ত বান্ধবীরা সকলে ভেঙে পড়েছেন।
অপরদিকে পুলিশ সূত্রে খবর ছাত্রী অগ্নিদগ্ধ হওয়ার কারণ এখনও অস্পষ্ট। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, না অন্য কিছু তা তদন্ত হবে। কোতোয়ালি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর তদন্ত করছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে দেহ মঙ্গলবার ময়নাতদন্ত করা হবে।
আরও পড়ুন, আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক! নির্বিঘ্নে পরীক্ষা নিতে তুমুল তৎপরতা সংসদের
আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকে ট্রেন পরিষেবা নিয়ে উদ্বেগ! জেলায় জেলায় DM-দের নির্দেশ নবান্নের..
মর্মান্তিক এই ঘটনায় ছাত্রীর বাবা মা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। জলপাইগুড়ি জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার অঞ্জন দাস তিনি বলেন, জলপাইগুড়ি জেলা জুড়ে অসুস্থ হয়ে পড়েছে চারজন পড়ুয়া, তাঁদের কেউ হসপাতাল থেকে বসে পরীক্ষা দেবেন এবং কেউ কোনও স্কুলের সুরক্ষিত জায়গায় বসে পরীক্ষা দেবেন।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Higher Secondary 2023, Jalpaiguri