হোম /খবর /জলপাইগুড়ি /
চোরা শিকারিদের ফাঁদে আটকে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ, উদ্ধার বনদফতরের

Jalpaiguri News: চোরা শিকারিদের ফাঁদে আটকে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ, উদ্ধার বনদফতরের

X
চোরা [object Object]

Jalpaiguri news: জঙ্গলের ভেতর চোরাশিকারিদের পেতে রাখা ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হল একটি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগান সংলগ্ন মোরাঘাট জঙ্গলে। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: জঙ্গলের ভেতর চোরা শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হল একটি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগান সংলগ্ন মোরাঘাট জঙ্গলে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ভেতর থেকে দীর্ঘ সময় চিতাবাঘের কান্না ও ছটফটানির শব্দ শুনে অস্বাভাবিক কিছু হয়েছে এমন আন্দাজ করতে পারেন।পরবর্তীতে তাঁরাই সাহস করে জঙ্গলে ঢুকে দেখেন চোরা শিকারিদের পেতে রাখা ফাঁদে একটি চিতাবাঘের সামনের পা আটকে গিয়েছে।

চোরা শিকারিরা বন্যপ্রাণী শিকার করার উদ্দ্যেশ্যে এই ফাঁদ ব্যাবহার করে। এদিন সেই ফাঁদে চিতাবাঘটি যাতায়াতর সময় আটকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনেকেই খরগোশ, শুয়োর শিকার করার জন্য এই ধরনের ফাঁদ পেতে থাকে। সেই রকম একটি ফাঁদে আটকে যায় লেপার্ডটি। বন দফতরে সূত্রে জানা গেছে, লেপার্ডটিকে অজ্ঞান করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রেখে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  শৌচালয়ের ট্যাংক‌ রাতের আস্তানা! 'এই' হাসপাতালে রোগীর পরিজনদের ছবি দেখলে আঁতকে উঠবেন

আরও পড়ুনঃ  নারী সুরক্ষার নানা চিত্র,সমাজকে বার্তা দিতে ছবিতে রঙিন জলপাইগুড়ি রোড স্টেশন

এই বিষয়ে জলপাইগুড়ি বন বিভাগের ডি এফ ও বিকাশ ভি জানান যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বন আধিকারিক রাজেশ লাখড়া বলেন ‘এই ধরনের কাজ যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ বন্যপ্রাণীর হত্যা আইননত অপরাধ। সে বিষয়টি মাথায় রেখে সজাগ হতে হবে মানুষকে। পরিবেশ ভারসাম‍্য বজায় রাখতে বন‍্যপ্রাণীদের দরকার আমাদের। এই বিষয়ে জলপাইগুড়ি বন বিভাগের  ডি এফ ও বিকাশ ভি জানান‘ যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুরজিৎ দে

Published by:Salmali Das
First published:

Tags: Jalpaiguri, Leopard