হোম /খবর /জলপাইগুড়ি /
কাঠ কুড়োতে জঙ্গলে যায় চার মহিলা, তারপরই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা!

Jalpaiguri News: কাঠ কুড়োতে জঙ্গলে যায় চার মহিলা, তারপরই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা! যা শুনলে চমকে যাবেন আপনিও

কাঠ কুড়োতে জঙ্গলে যায় চার মহিলা, তারপরই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা!

কাঠ কুড়োতে জঙ্গলে যায় চার মহিলা, তারপরই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা!

জঙ্গলের ভিতরে শুকনো কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার।ঘটনায় আহত আর‌ও তিন জন মহিলা।

  • Share this:

জলপাইগুড়ি: জঙ্গলের ভিতরে শুকনো কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত আর‌ও তিন জন মহিলা।ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত শালবাড়ি-১ নং গ্রাম ‌পঞ্চায়েত এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, শালবাড়ি-১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মহিলারা মাঝে মধ্যেই দলবেঁধে খট্টিমারীর মোরাঘাট রেঞ্জের অর্ন্তগত জঙ্গলের ভিতরে জ্বালানির জন্য কাঠ কুড়োতে গিয়ে থাকেন।এদিনও সেভাবেই গিয়েছিলেন এক দল মহিলা। তাদের দেখতে পেয়ে হাতির পাল তাড়া করে এবং হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৫ বছর বয়সী ধনবালা রায়ের।‌ বাকি তিনজন মহিলা ‌গুরতর জখম হওয়ায় তাদের উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- স্থায়ী নদী বাঁধ তৈরি না হলে পঞ্চায়েত ভোট বয়কট! আরও পড়ুন- ৩০০ বছরের প্রাচীন দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দিরে শিবরাত্রির প্রস্তুতি! জানুন গা ছমছমে ইতিহাস

আহতরা হলেন, সুনিধি রায়, আলোকা রায়, নাসিমা বেগম, নমিতা রায়। ওয়াডেন সীমা চৌধুরী বলেন বনের ভিতরে গ্ৰামের মানুষেরা মাঝে মাঝেই জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায় এবং তারমধ্যেই হঠাৎ হাতির-হানা। চারজনের মধ্যে একজন মৃত্যু এবং ৩ জন আহত হন ।

সুরজিৎ দে
Published by:Sayani Rana
First published:

Tags: Jalpaiguri, Jalpaiguri News