জলপাইগুড়ি: অন্যান্য দিনের মতোই এদিনে সকালে জলপাইগুড়ি শান্তি পাড়ার রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোতে গিয়েও দার্জিলিং যাবার বাসে সিট না পেয়ে বাড়ি ফিরে আসতে হল অনেককেই। জলপাইগুড়ি-দার্জিলিং যাত্রা শুরু হওয়ার পর একটি মাত্র বাস দিয়েই আপাতত চলছিল দার্জিলিং বাস যাত্রা। সমস্যার শুরু এখানেই। একদিকে বাসের সংখ্যা কম অন্যদিকে যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। বাসে সিট পেলেও যাত্রীদের মধ্যে অনেকেরই দাবি, আরও বাস দেওয়া হোক।
পাশাপাশি সকাল সকাল ছেড়ে ফেরার সময়টা দার্জিলিং থেকে বিকেল তিনটের পরিবর্তে একটু পিছিয়ে দেওয়া হোক, যাতে একদিনের দার্জিলিং ভ্রমণের জন্য একটু বাড়তি সময় পাওয়া যায়। এ বিষয়ে যাত্রী বিক্রম আদিত্য রায় বলেন, বহু যাত্রী ফিরে গেলেন বাসের সিট নেই বলে।
তবে বাস পরিষেবার সবকিছু ঠিক থাকলেও, সিটটা একটু ভালো করতে হবে। তা হলে চার ঘন্টার যাত্রায় খানিক স্বস্তি মিলবে যাত্রীদের। বাসের সংখ্যাও বাড়াতে হবে না হলে যাতে যায় ভেবে রোজ যাত্রী সংখ্যায় ভরে যাচ্ছে তাতে সমস্যার সম্মুখীন হতে হবে। তার বক্তব্য, যদি অনলাইনের মাধ্যমে টিকিটের ব্যবস্থা করা যায় তাহলে আরেকটু ভালো হয় তাহলে এভাবে যাত্রীদের ঘুরে যেতে হয় না।
এছাড়াও যাত্রীদের মালপত্র রাখার একটু জায়গা করা হতো তাহলে একটু ভালো হতো। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক শংকর দে আশ্বাসের সুরে বলেন, এই কদিনেই দেখা যাচ্ছে পর্যটকদের মধ্যে বেশ চাহিদা রয়েছে। আরও কয়েকটা দিন দেখে পরিস্থিতি বিচার করে বাসের সংখ্যা বাড়ানো হবে।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri News