হোম /খবর /জলপাইগুড়ি /
বেঞ্চ-চেয়ার চুরি, দুষ্কৃতীদের আড্ডা, চরম অবহেলায় ডুয়ার্সের গোঁসাই হাট ইকো পার্ক

Jalpaiguri News: বেঞ্চ-চেয়ার চুরি, নেশাখোর-দুষ্কৃতীদের আড্ডা, চরম অবহেলায় ডুয়ার্সের গোঁসাই হাট ইকো পার্ক

X
বেহাল [object Object]

রাতের অন্ধকারে নয় , প্রকাশ্য দিবালোকেই কাঠ চোরদের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জে অবস্থিত গোসাইহাট ইকো পার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রের

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: দিনের পর দিন চরম অবহেলায় পড়ে রয়েছে ডুয়ার্সের অন্যতম আকর্ষণীয় পার্ক গোঁসাই হাট ইকো পার্ক। এখন সেটি কিছুটা  গরুর খাটাল,খানিকটা দুষ্কৃতীদের আস্তানা। দিনের পর দিন পার্কে চলছে লুঠপাট। আগাছা-আবর্জনায় ভরে গিয়েছে চারিদিক। নিউজ ১৮ লোকালের ক্যামেরায় সেই ছবিই ধরা পড়ল। রাতে- অন্ধকারে নয় , প্রকাশ্য দিবালোকেই কাঠ চোরদের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জে অবস্থিত গোসাইহাট ইকো পার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রের।  ইকো পার্কে অনেক বেঞ্চ-চেয়ার ছিল, বর্তমানে তার প্রায় কিছুই নেই। কোথায় যাচ্ছে সেগুলি? কেউ চুরি করেছে কিনা তারও উত্তর নেই কারও কাছেই।

এক সময় পরিযায়ী পাখিদের ঠিকানা ছিল এই গোঁসাই হাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রের। দূরদূরান্ত থেকে ছুটে আসতেন পর্যটকেরা। পিকনিকের সময়ে আরও জমে উঠতো পার্ক। কিন্তু এখন দীর্ঘদিনের অবহেলায় না আসে দেশি-বিদেশি পরিযায়ী পাখি, না আসে পর্যটকের দল।  এখন পার্ক মদ-মাতাল নেশাখোর মানুষের আখড়া হয়ে দাঁড়িয়েছে। পার্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে মদের বোতলের ভাঙা টুকরো। রাভা বস্তিবাসীদের দাবি, যত তাড়াতাড়ি পার্ক যেন আবার আগের রূপে ফিরে আসে। ব্যবস্থা করুক বন দফতর।

সুরজিৎ দে

Published by:Rukmini Mazumder
First published:

Tags: North Bengal