জলপাইগুড়ি: দিনের পর দিন চরম অবহেলায় পড়ে রয়েছে ডুয়ার্সের অন্যতম আকর্ষণীয় পার্ক গোঁসাই হাট ইকো পার্ক। এখন সেটি কিছুটা গরুর খাটাল,খানিকটা দুষ্কৃতীদের আস্তানা। দিনের পর দিন পার্কে চলছে লুঠপাট। আগাছা-আবর্জনায় ভরে গিয়েছে চারিদিক। নিউজ ১৮ লোকালের ক্যামেরায় সেই ছবিই ধরা পড়ল। রাতে- অন্ধকারে নয় , প্রকাশ্য দিবালোকেই কাঠ চোরদের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জে অবস্থিত গোসাইহাট ইকো পার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রের। ইকো পার্কে অনেক বেঞ্চ-চেয়ার ছিল, বর্তমানে তার প্রায় কিছুই নেই। কোথায় যাচ্ছে সেগুলি? কেউ চুরি করেছে কিনা তারও উত্তর নেই কারও কাছেই।
এক সময় পরিযায়ী পাখিদের ঠিকানা ছিল এই গোঁসাই হাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রের। দূরদূরান্ত থেকে ছুটে আসতেন পর্যটকেরা। পিকনিকের সময়ে আরও জমে উঠতো পার্ক। কিন্তু এখন দীর্ঘদিনের অবহেলায় না আসে দেশি-বিদেশি পরিযায়ী পাখি, না আসে পর্যটকের দল। এখন পার্ক মদ-মাতাল নেশাখোর মানুষের আখড়া হয়ে দাঁড়িয়েছে। পার্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে মদের বোতলের ভাঙা টুকরো। রাভা বস্তিবাসীদের দাবি, যত তাড়াতাড়ি পার্ক যেন আবার আগের রূপে ফিরে আসে। ব্যবস্থা করুক বন দফতর।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal