হোম /খবর /জলপাইগুড়ি /
ব্যাঙ্কে বিরাট ঋণ! বিজেপি বিধায়ক স্বামীর পাশে দাঁড়িয়ে যা করলেন স্ত্রী

Jalpaiguri News: ব্যাঙ্কে বিরাট ঋণ! বিজেপি বিধায়ক স্বামীর পাশে দাঁড়িয়ে যা করলেন স্ত্রী

বিজেপি বিধায়ক স্বামীর পাশে দাঁড়িয়ে যা করলেন স্ত্রী

বিজেপি বিধায়ক স্বামীর পাশে দাঁড়িয়ে যা করলেন স্ত্রী

Jalpaiguri News: প্রায় ১০০ জনকে এই নোটিশ পাঠানো হচ্ছে। সেই তালিকায় নাম উঠে আসে ময়নাগুড়ি বিধানসভার বিজেপি বিধায়ক কৌশিক রায়ের

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নিয়ে সেই টাকা দীর্ঘদিনে পরিশোধ করেননি ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। ঋণ পরিশোধ না করায় ওই বিধায়ককে নোটিশ পাঠাল ময়নাগুড়ির চুকানিপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি (লি:)। সমবায় সমিতি সূত্রে জানা যায়, চুকানীপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে ঋণ নিয়ে যাঁরা দীর্ঘদিনে পরিশোধ করেননি, তাঁদের সুদসহ ঋণ পরিশোধের জন্য নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

 

প্রায় ১০০ জনকে এই নোটিশ পাঠানো হচ্ছে। সেই তালিকায় নাম উঠে আসে ময়নাগুড়ি বিধানসভার বিজেপি বিধায়ক কৌশিক রায়ের। আরও জানা যায়, ২০১০ সালে ২৩ হাজার টাকা সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করেন কৌশিক বাবু । যার বাবদ ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সুদ হয়েছে ২৯ হাজার ৪৭৫ টাকা। সুদসহ সেই ঋণ পরিশোধের জন্য আগামী মে মাসের ১০ তারিখ পর্যন্ত সময় সীমা বেধে দেওয়া হয়েছে সমবায় সমিতির পক্ষ থেকে। অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উল্লেখ রয়েছে নোটিশে।

যদিও কৌশিক বাবু ঋণ গ্রহণের কথা স্বীকার করলেও নোটিশ এখনও হাতে পাননি বলে জানিয়েছেন। রীতিমতো সোনার তৈরি গয়না খুলে ঋণ শোধ করতে চান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করেন এবং টাকার দাবি করেন। পরে সেই গয়না বন্ধক রেখে ঋণ মুকুব করেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।

আরও পড়ুন, আধার কার্ডের ছবি অপছন্দ? নিমেষে করে ফেলুন চকচকে, সুন্দর ছবি! রইল এই টিপসগুলি

আরও পড়ুন, মাছের পেটের মধ্যে এ কী নড়ছে, পরের কাণ্ড আপনাকে সত্যি চমকে দেবে

তিনি বলেন, "এইভাবে একটা ঋণের বিষয় ব্যাঙ্ক থেকে কী করে বাইরে চলে যায়। অনেক মানুষের নামে নোটিশ থাকলেও আমার স্বামীর নামে কেন নোটিশটি ভাইরাল হল? আমি আমার গয়না দিয়েই এই ঋণ শোধ করব।"

সুরজিৎ দে

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Jalpaiguri