জলপাইগুড়ি : যাত্রীবাহী বাসে করে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে অচৈতন্য হয়ে মারা গেলেন এক ব্যাক্তি। মৃত ব্যক্তির নাম নরেন রায়(৬১) বাড়ি মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরায়। জানা যায় সেই ব্যাক্তি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে জলপাইগুড়ি থেকে বাতাবারি ফিরছিলেন। বাতাবাড়ি ফার্ম বাজারে বাসটি এসে পৌঁছলে দেখা যায় তিনি বাসের সিটে ঘুমিয়ে রয়েছেন।
আরও পড়ুন: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তামাক গাছ! সিগারেট থেকে সব তামাকজাত দ্রব্যের বাড়তে পারে দাম! জানুন
পাশে বসে থাকা যাত্রী তাকে উঠানোর চেষ্টা করলে তিনি কোনো সাড়া দেন না। এরপরই গাড়ির কন্ডাক্টার ও চালক গাড়ি থামিয়ে লাটাগুরি বাজারে চিকিৎসককে ডেকে আনেন। কিন্তু চিকিৎসক এসে নরেন বাবুকে মৃত বলে ঘোষণা করেন। আর এতেই চাঞ্চল্য ছড়ায় বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন:
এরপরই নরেন বাবুর কাছে থাকা মোবাইল ফোন ঘেঁটে বাড়িতে খবর দেন গাড়ির কন্ডাক্টার রাজীব রায়। খবর পেয়েই নরেন বাবুর পরিবারের লোকজন বাতাবাড়ি ফার্ম থেকে নরেন বাবুর মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গাড়ির মধ্যে মৃত্যুকে কেন্দ্র করে বাতাবারি ফার্ম এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে আসেন মেটেলি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামীকাল দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Jalpaiguri News