জলপাইগুড়ি: মঙ্গলবার বিকেলে মালবাজার শহরের আদর্শ কলোনি এলাকায় একটি কুয়োর মধ্যে পড়ে যায় বছর ১৬ এক যুবতী। যুবতীর নাম সুস্মিতা ছেত্রী। প্রসঙ্গত জানা যায় বাড়ির মধ্যে থাকা কুয়োতে যাওয়ার সময় কোনও কারণে পা পিছলে সোজা কুয়োর মধ্যে পড়ে যায় ওই যুবতী।
যুবতীর চিৎকার শুনে ঘরে থাকা বাবা মা ও প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় মালবাজার দমকল বিভাগের কর্মীরা। কুয়োর মধ্যে নেমে ওই যুবতীকে উদ্ধার করে দমকলের কর্মীরা। দমকলের কর্মীরা নিজেদের গাড়িতে আহত যুবতীকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আরও পড়ুন: কাটা ফলে বিষক্রিয়া! অসুস্থ ৩০, টাকি হাসপাতালে ভর্তি ১৫জন! জানুন
আরও পড়ুন:
বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এদিনের দুর্ঘটনায় বরাত জোড়েই ওই যুবতী প্রাণে রক্ষা পেয়েছে বলেই মত স্থানীয়দের। যুবতী সুস্মিতার বাবা কৃষ্ণ ছেত্রী বলেন, কুয়োর পাড়ে কাজ করতে গিয়ে মেয়ে কুয়োতে পড়ে যায়। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কুয়োর ওপরের অংশে কুয়োর রিং না থাকায় বিপদসীমার মধ্যেই কুয়োটি রয়েছে।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Jalpaiguri News