হোম /খবর /জলপাইগুড়ি /
ডাক্তার আসেন একদিন, সই করেন পুরো মাসের... রোগী দেখেন কে? শুনলে আঁতকে উঠবেন

Jalpaiguri News: এ কী কাণ্ড! ডাক্তার আসেন একদিন, সই করেন পুরো মাসের... রোগী দেখেন কে? শুনলে আঁতকে উঠবেন

দন্ত বিভাগে নেই সঠিকভাবে ডাক্তার অভিযোগ

দন্ত বিভাগে নেই সঠিকভাবে ডাক্তার অভিযোগ

Jalpaiguri News: এদিকে গোটা বিষয়টি জানা নেই স্বাস্থ্যকর্তার৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি:  সে এক কেলেঙ্কারি কাণ্ড৷ দাঁতের ডাক্তার মাসে আসেন একদিন, সই করেন পুরো মাসের। দূরদূরান্ত থেকে দাঁত তোলার তারিখে হাসপাতালে এসে চরম হয়রানির শিকার হন রোগীরা। অথচ বিষয়টি জানা নেই স্বাস্থ্যকর্তার।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বলজ্বল করছে চিকিৎসক অনিকেত চট্টোপাধ্যায়ের নাম৷ বাইরে লম্বা লাইন, অথচ ডাক্তারের দেখা নেই। ভিড় সামলাচ্ছেন হাউজ স্টাফ জ্যোতির্ময়ী বর্মণ৷ তিনি জানান, একজন চিকিৎসক ছুটিতে রয়েছেন, আর যার নাম বোর্ডে লেখা আছে তিনি মাসে একদিন আসেন, কিন্তু পুরো মাসের সই করেন৷

আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..

আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে..

চিকিৎসা করাতে আসা হরেকৃষ্ণ বিশ্বাস জানান, আজকে তারিখ দেওয়া ছিল৷ কিন্তু এসে দেখি চিকিৎসক নেই৷ ডেন্টাল সার্জনকে দেখাতে এসে অবশেষে হাউস স্টাফকে দেখিয়ে যাচ্ছি৷ পুরো বিষয়টি নিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: প্রবীরকুমার দেব জানান, যে সব অভিযোগ উঠে আসছে সেই গুলোর ব্যাপারে তিনি কিছুই জানেন না, খোঁজ নিয়ে জানার চেষ্টা করবেন।

সুরজিৎ দে

Published by:Rachana Majumder
First published:

Tags: Jalpaiguri