জলপাইগুড়ি: সে এক কেলেঙ্কারি কাণ্ড৷ দাঁতের ডাক্তার মাসে আসেন একদিন, সই করেন পুরো মাসের। দূরদূরান্ত থেকে দাঁত তোলার তারিখে হাসপাতালে এসে চরম হয়রানির শিকার হন রোগীরা। অথচ বিষয়টি জানা নেই স্বাস্থ্যকর্তার।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বলজ্বল করছে চিকিৎসক অনিকেত চট্টোপাধ্যায়ের নাম৷ বাইরে লম্বা লাইন, অথচ ডাক্তারের দেখা নেই। ভিড় সামলাচ্ছেন হাউজ স্টাফ জ্যোতির্ময়ী বর্মণ৷ তিনি জানান, একজন চিকিৎসক ছুটিতে রয়েছেন, আর যার নাম বোর্ডে লেখা আছে তিনি মাসে একদিন আসেন, কিন্তু পুরো মাসের সই করেন৷
আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..
চিকিৎসা করাতে আসা হরেকৃষ্ণ বিশ্বাস জানান, আজকে তারিখ দেওয়া ছিল৷ কিন্তু এসে দেখি চিকিৎসক নেই৷ ডেন্টাল সার্জনকে দেখাতে এসে অবশেষে হাউস স্টাফকে দেখিয়ে যাচ্ছি৷ পুরো বিষয়টি নিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: প্রবীরকুমার দেব জানান, যে সব অভিযোগ উঠে আসছে সেই গুলোর ব্যাপারে তিনি কিছুই জানেন না, খোঁজ নিয়ে জানার চেষ্টা করবেন।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri