#দার্জিলিং: এদিন যেন কামব্যাক ইনিংস খেলল শীত। বাড়ি-বাড়ি মাতল খিচুড়ির গন্ধে! পাহাড়ে বরফ, সমতলে জাঁকিয়ে শীত! শীত যে এখনই যাওয়ার নয় তা বারবার জানান দিচ্ছে তুষারপাত ও বৃষ্টি (Snowfall in Darjeeling)। ফের বরফের চাদরে ঢাকল দার্জিলিংয়ের টাইগার হিল-সান্দাকফু। সমতল ডুয়ার্সেও একই পরিস্থিতি। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের সিকিমের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীত বেশ জাঁকিয়েই পড়বে।"
মঙ্গলবার সন্ধ্যা থেকে টাইগার হিল, সান্দাকফু, চটকপুরে তুষারপাত শুরু হয়েছে। এই নিয়ে চলতি মরশুমে ছয়বার দার্জিলিংয়ে তুষারপাত হল (Snowfall in Darjeeling)। তুষারপাত দেখতে পাহাড়ে ভিড় জমাতে শুরু করেছেন অনেকেই। পর্যটকরা বছরের শুরু থেকেই তুষারপাত উপভোগ করছেন পাহাড়ে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়েছে সমতলেও। বুধবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। রোদ উঁকি দিলেও তার দেখা তেমন মেলেনি।
এদিকে, সপ্তাহ শেষে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস (Snowfall in Darjeeling)। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের আগাম বার্তা, সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে রাজ্যের প্রায় সব জেলাতেই।
মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানাচ্ছেন আবহবিদরা (Snowfall in Darjeeling)। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হতে পারে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। তাপমাত্রা যেন কিছুতেই বাড়ছে না। সাদা চাদরে ঢাকা শৈলশহরকে উপভোগ করতে মানুষ পাহাড়মুখী হচ্ছেন।
উল্লেখ্য, জানুয়ারির শেষে গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল -১.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি থেকে শুরু করে সুদূর ডুয়ার্সেও শীতের কাঁপুনি ছড়িয়ে পড়ে (Snowfall in Darjeeling)। এদিন সকাল থেকে সূর্যের মুখ খুব একটা দেখা যায়নি। এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পুজোতেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। ফেব্রুয়ারির শুরুতেও দেখা মিলল বরফের! ফলে এমনটা বলা যেতেই পারে, ফেব্রুয়ারিতেও বিদায় নিতে পা পিছিয়েছে শীত।
Vaskar Chakrabortyনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Darjeeling, Jalpaiguri, Siliguri, Snowfall