হোম /খবর /জলপাইগুড়ি /
দু'বছর পর উৎসাহের সঙ্গে পালিত হল হনুমান জয়ন্তী

Jalpaiguri: দু'বছর পর উৎসাহের সঙ্গে পালিত হল হনুমান জয়ন্তী

X
পঞ্চমুখ [object Object]

করোনা করোনা করে গোটা দুটো বছর গেল। এর মধ্যেই আনন্দ উৎসবে ভাটা পড়েছিল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: করোনা করোনা করে গোটা দুটো বছর গেল। এর মধ্যেই আনন্দ উৎসবে ভাটা পড়েছিল। কিন্তু এবার করোনা কিছুটা পালালে ফিরে এল সেই আনন্দের মুহূর্তগুলো। সপরিবারে উৎসাহের সঙ্গে পালিত হল হনুমান জয়ন্তী। জলপাইগুড়ি শহরের চারিদিকে যেন উৎসবের আমেজ। এভাবেই পালিত হয়েছে হনুমান জয়ন্তী। জলপাইগুড়ির বিভিন্ন হনুমান মন্দিরগুলিতে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। শনিবার সকালে সেই ভিড়ের দৃশ্য দেখা গেল। সেই দৃশ্য তুলে ধরলাম আমরা। জলপাইগুড়ির কদমতলা হনুমান মন্দির ও মাসকালাইবাড়ি পঞ্চমুখী হনুমান মন্দীরেও ভক্তদের ভিড় দেখা যায়। পুজো দিতে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। জলপাইগুড়িতে আগত ভক্তদের মধ্যে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছিলেন এদিন। সকলেই দুই বছর পর ফের প্রাণ ফিরে পেয়েছিলেন যেন। উৎসবের আমেজেই গোটা দিন কাটার পর সন্ধ্যায় খিচুড়ি প্রসাদ বিতরণীর সময় লম্বা লাইন পড়ে।ইয়ংস কর্ণার ক্লাব (young corners club) ও কদমতলা ব্যবসায়ী সমিতির তরফে হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে চারদিনের পুজোর আয়োজন হয়েছে৷ শনিবার ছিল এই পুজোর শেষ দিন। এদিকে শুধু জলপাইগুড়ি শহর নয়, জলপাইগুড়ি জেলার মালবাজারে বালাজি মন্দিরেও যথাযথ মর্যাদা এবং ধুমধাম করে পালন করা হয় হনুমান জয়ন্তী। আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে বহু মানুষ এখানে আসেন ও মন ভরে ভক্তি ভরে পুজো দেন। এদিন কথা হচ্ছিল আলিপুরদুয়ার থেকে আগত রবিদাস পরিবারের কালিচরণ রবিদাসের সঙ্গে। তিনি বলেন, 'মেয়ে কলকাতায় চাকরি করে। কোভিডের সময় থেকে বাড়িতে রয়েছে, কিন্তু বেরোনো হয় না তেমন। তাই সপরিবারে এলাম এদিন। খুব ভালো লাগছিল। মন্দিরের সাজসজ্জা আলাদা এক মাত্রা ছিল।'

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Hanuman jayanti, Jalpaiguri