হোম /খবর /জলপাইগুড়ি /
ক্যারাটেতে ১৯ টি সোনার পদক! জেলার মুখ উজ্জ্বল করল চা বলয়ের ছেলেমেয়েরা

Jalpaiguri News : ক্যারাটেতে ১৯ টি সোনার পদক! জেলার মুখ উজ্জ্বল করল চা বলয়ের ছেলেমেয়েরা

X
সোনা  [object Object]

পিছিয়ে নেই চা বাগানের ছেলেমেয়েরাও। বড় সাফল্যে নজর কেড়েছে চা বাগানের খেলোয়াড়রা।ক্যারাটেতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ির চা বাগানের প্রতি‌যোগীরা।

  • Share this:

জলপাইগুড়ি : পিছিয়ে নেই চা বাগানের ছেলেমেয়েরাও।বড় সাফল্যে নজর কেড়েছে চা বাগানের খেলোয়াড়রা।ক্যারাটেতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ির চা বাগানের প্রতি‌যোগীরা। এতে স্বাভাবিকভাবেই গর্বিত বাগান বাসী সহ গোটা জলপাইগুড়িবাসী। সম্প্রতি কলকাতার যাদবপুরে অনুষ্ঠিত হয়েছিল স্পোর্টস ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩।

এতে বাংলাদেশ, নেপাল,ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও ভারত সহ মোট ছ’টি দেশ থেকে মোট ১২০০ জন ছেলে মেয়ে অংশ নিয়েছিল। উত্তরবঙ্গ থেকে মোট ২২ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে ১৯টি সোনা, ৮টি রুপা ও ১৩টি ব্রোঞ্জপদক লাভ করে ।

আরও পড়ুন –  Cyclone Mocha on IPL: পশ্চিমবঙ্গ অ্যালার্টে, ইডেনের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে, হাতে গরম আপডেট

কোচ ডক্টর বিকাশ সিং,গৌতম রায় ও চঞ্চল সিংহের গাইডেন্সেই এতো বড় সাফল্য। দু’টি করে সোনার পদক পেয়েছেন রেশমা মুন্ডা,শৌভিক রায় , রঞ্জন রায় ,ঋক রায় ও অনকিত খালখো।

আরও পড়ুন –  বাইশ গজ নয় এবার বক্স অফিস তাঁর গলায় কাঁপবে, স্পাইডারম্যানে এবার শুভমান গিল

 কোচ বিকাশ সিং বলেন, চা বাগানের ছাত্র ছাত্রীরা এখন অনেক উন্নতি করছে। বিভিন্ন রকম স্পোর্টসে তারা পারদর্শী। তিনি আরও বলেন মার্শাল আর্ট একটা জীবনশৈলী। আগে এরা শিখত এখন নতুন প্রজন্মকে শেখাতেও পারবে। আর এখন সবজায়গায়ই স্পোর্টস কোটা থাকে, ফলে তারা চাকরি অর্জনের দিক থেকেও অনেকটাই এগিয়ে। ফলস্বরুপ, আর্থিক দিক থেকেও এরা এগিয়ে যাবে। চা বাগান খেলোয়াড়দের এমন সাফল্যে আনন্দের জোয়ার জলপাইগুড়ি জুড়ে। অংশগ্রহণকারী রেশমা মুন্ডা বলেনয় খুব ভালো লাগছে, এতগুলো পদক জয়লাভ করার পর প্রথমে ভাবতে পারিনি এত বড় জায়গায় যে পৌঁছাতে পারবো। ইচ্ছে আছে বিদেশে যাওয়ার খেলার ,স্বপ্নপূরণ হয় নাকি।

Surajit Dey

First published:

Tags: Jalpaiguri, Karate