হোম /খবর /জলপাইগুড়ি /
বিপজ্জনক ঘোষণাতেই দায় শেষ, প্রশাসনের খামখেয়ালিতে প্রাণ হাতে নিয়ে সেতু পারাপার

Jalpaiguri News: প্রশাসন বিপজ্জনক ঘোষণা করেছে, সেই সেতুর উপর দিয়েই চলছে গাড়ি

X
title=

সেতুর একটি পিলারের অনেকটাই বসে গিয়েছে, রেলিং ভেঙে রাস্তার উপর লোহার রড বেরিয়ে আছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: সেতুর দু'পাশে গর্ত, মাঝ বরাবর ফাটল ধরেছে। ভেঙে গিয়েছে রেলিং। সবমিলিয়ে জরাজীর্ণ এই সেতু দিয়ে যাতায়াত করা বেশ ঝুঁকির। তবু প্রাণ হাতে নিয়েই ধূপগুড়ির খাওয়া নদীর সেতুর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছে মানুষ।

আরও পড়ুন: ছাগল প্রতিপালন করে স্বনির্ভর হচ্ছে চক দিলালপুরের মহিলারা

স্থানীয় বাসিন্দারা জানালেন, জলপাইগুড়ির এই সেতুটিকে বহুদিন আগেই প্রশাসন বিপজ্জনক ঘোষণা করেছে। কিন্তু এরপরেও সেতুটি মেরামত কিংবা নতুন করে তৈরির কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে এলাকার মানুষ প্রয়োজনে বাধ্য হয়েই এই বিপজ্জনক সেতুর উপর দিয়ে যাতায়াত করছে। তাতে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা।

শুধু পায়ে হেঁটে নয়, বাইক, টোটো, পিকাপ ভ্যান সব রকম গাড়ি এই ভাঙাচোরা সেতুর উপর দিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার বহু জায়গায় আবেদন জানিয়েও এখনও পর্যন্ত সেতু মেরামত হয়নি। এই সেতুর একটি পিলারের অনেকটাই বসে গিয়েছে, রেলিং ভেঙে রাস্তার উপর লোহার রড বেরিয়ে আছে। ইতিমধ্যেই এই সেতুর উপর বহুবার দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। গ্রামবাসীদের এই সমস্ত অভিযোগ মেনে নিয়েছেন স্থানীয় গধেয়ারকুঠি পঞ্চায়েতের প্রধান ধর্মনারায়ণ রায়। তিনি বলেন, জেলা পরিষদ বহু বছর আগে সেতুটি তৈরি করেছিল। এই সেতু মেরামতের জন্য তিনি অনেক জায়গায় জানিয়েছেন বলে দাবি করেন। কিন্তু এখনও কেন কাজ শুরু হল না তা নিয়ে প্রধান নিজেই কিছুটা বিস্মিত।

সুরজিৎ দে

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bridge, Jalpaiguri News, Road